News update
  • 30 injured, bogies derailed as two trains collide in Gazipur     |     
  • 20 killed in mountain bus accident in Pakistan     |     
  • 70% of envir journalists report attacks, threats, pressure: UN     |     
  • Dhaka air ‘unhealthy’ Friday morning     |     
  • Arakan Army frees 12 Bangladeshi fishermen     |     

বোলারদের দারুণ শুরুতে এগিয়ে টাইগাররা, ভয় কেবল রাজা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-08-07, 8:02pm

resize-350x230x0x0-image-187554-1659875728-d63d9d62e50d5ed70f8193fc36ce4a321659880961.jpg




জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে নিজেদের টিকিয়ে রাখতে হলে হারারেতে আজ জিততেই হবে বাংলাদেশকে। তবে দ্বিতীয় ম্যাচে ২৯০ রানের লড়াকু সংগ্রহ তুলতে পারে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৩০৩ রান তুলেও হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

সেই হিসেবে দ্বিতীয় ম্যাচে সংগ্রহ কমই হয়েছে বাংলাদেশের জন্য। তবে টাইগার বোলারদের দাপটে জিম্বাবুয়ের ব্যাটিং ইনিংসের শুরুটা দখল করে নিয়েছে বাংলাদেশ। ২৯১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথম পাওয়ারপ্লে শেষে জিম্বাবুয়ে ৩ উইকেট হারিয়ে তুলতে পেরেছে মাত্র ৩০ রান।

যদিও বাংলাদেশের জন্য আতঙ্কের বড় নাম সিকান্দার রাজা। এই ব্যাটসম্যান এখনো মাঠে আছেন। প্রথম ম্যাচে ১৩৫ রানের অপরাজিত ইনিংস খেলে একাই বাংলাদেশকে হারিয়ে দিয়েছেন ফাইটার রাজা। যদিও এই মুহূর্তে টাইগার বোলারদের চাপে কাবু হয়েছেন এই ব্যাটসম্যানও।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১৫ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ৪৯ রান। অভিষিক্ত তাদিওয়ানসে মারুমানি ২৫ রানে তাইজুল ইসলামের বলে আউট হয়ে ফিরেছেন। রাজা ২৩ বলে করেছেন ১০ রান।

এর আগে হাসান মাহমুদ ঝড়ে প্রথম তিন ওভারেই ২ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে। প্রথম ওভারে কাইতানোকে শূন্য রানে ফেরানোর পর গত ম্যাচের সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কাইয়াকে ৭ রানে ফেরান হাসান মাহমুদ। ১৬ মাস পর ওয়ানডে দলে ফিরেই প্রথম স্পেলে ৫ ওভারে ১ মেডেনে ১৪ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন হাসান।

এই পেসারের পর টাইগারদের হয়ে অন্য উইকেটটি সংগ্রহ করেছেন স্পিনার মেহেদী মিরাজ। ব্যক্তিগত তৃতীয় ওভারে ওয়েসলি মাধবেরেকে ২ রানে এলবির ফাঁদে ফেলে ফেরান মিরাজ।

এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে ৯ উইকেটে ২৯০ রান তুলেছে বাংলাদেশ।

তামিম ৫০ রানে আউট হয়ে ফিরেছেন। অপরদিকে রিয়াদ ৮০ রানে অপরাজিত থেকে দলকে লড়াকু সংগ্রহ এনে দিয়ে মাঠ ছেড়েছেন। এই দুই ব্যাটসম্যান ছাড়া আফিফ ৪১, শান্ত ৩৮ রান করে ফিরেছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।