সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে বৃষ্টি আবারও হানা দিয়েছে। তবে তার আগে মুদ্রার এপিঠ-ওপিঠ দুটিই দেখে ফেলেছে বাংলাদেশের ক্রিকেটাররা।
সিডনিতে এদিন টসে হেরে আগে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। বোলিংয়ে নেমেই প্রথম ওভারেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকে ফিরিয়ে দারুণ শুরু এনে দেন টাইগার পেসার তাসকিন আহমেদ।
তবে এরপরই উল্টো টাইগার বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন দুই প্রোটিয়ান রাইলি রুশো এবং কুইন্টন ডি কক। দুইজনে পরের ৪ ওভার ৩ বলে তোলেন ৫৮ রান। ম্যাচের ৫ ওভার ৩ বলের সময় প্রোটিয়ারা ১ উইকেটে ৬০ রান তুলতেই আবারও বৃষ্টি হানা দিয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।