অ্যাডিলেড ওভালে বৃষ্টি থেমেছে। তাই বাংলাদেশকে নতুন লক্ষ্যমাত্রা দিয়েছেন আম্পায়াররা। ইনিংসের ৪ ওভার কাটা রয়েছে, কমেছে ৩৪ রান। বৃষ্টি আইনে বাংলাদেশ নতুন টার্গেট পেয়েছে ১৬ ওভারে ১৫১ রান। ফলে বাকি ৯ ওভারে দরকার ৮৫ রান।
এর আগে ভারতের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংসে ঝড় তুলেছেন লিটন কুমার দাস। তার ২১ বলে পঞ্চাশ ছাড়ানো ইনিংসে ভর করেই ৭ ওভারে বিনা উইকেটে ৬৬ রান করেছে বাংলাদেশ। লিটনের মহাকাব্যিক ইনিংসে বাংলাদেশ উড়ন্ত সূচনা করে পাওয়ার প্লেতেই ৬০ রান তুলে ফেলে।
এখন পর্যন্ত ২৮ বলে ৭টি চার ও ৩টি ছয়ে ৫৯ রান করে দলকে এগিয়ে নিচ্ছেন এই ব্যাটসম্যান। তার সঙ্গে ওপেনিং জুটিতে থাকা নাজমুল হোসেন শান্ত অবশ্য লিটনের পুরো বিপরীত ক্রিকেট খেলছেন। এখন পর্যন্ত ১৬ বলে ৭ রান করেছেন শান্ত।
এর আগে কিপটে বোলিংয়ে শুরুটা ভালো করলেও রানের লাগাম ধরে রাখতে পারেননি বাংলাদেশের বোলাররা। মিডল ওভারস-এ বিরাট কোহলি ও লোকেশ রাহুলের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহের ভিতটা গড়ে নিয়েছে ভারত। শেষদিকে রানের গতি কিছুটা কমলেও বাংলাদেশকে ১৮৫ রানের লক্ষ্য দিয়েছে ভারত। তথ্য সূত্র আরটিভি নিউজ।