News update
  • S Arabia, Pak ink defence pact after Israeli strike on Qatar     |     
  • No new committee forming, focus on polls candidates: Tarique     |     
  • Dhaka-Beijing partnership to advance peace, prosperity: Yunus     |     
  • Banks in Bangladesh slash CSR; spending hits 10-year low     |     
  • Law approved to equip EC to punish neglect of polls duty     |     

এটাই কি সাকিবের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ!

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2022-11-06, 5:02pm




‘যেদিন আমার কাছে মনে হবে আমি গাড়ির ড্রাইভার না পেসেঞ্জার, সেইদিন আমি খেলা ছেড়ে দেব। মানে যেদিন বুঝব আমি ড্রাইভার না, আমার ওপর ভরসা করে সবাই বসে নেই সেদিন আমি খেলব না।’- ক্রিকেট মাঠে নিজের ভবিষ্যৎ নিয়ে এভাবেই বলেছিলেন বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

এই আলোচনা আচমকা এখানেই কেন করা? চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ সাকিব যখন খেলছেন তখন তার বয়স ৩৫ বছর ২২৭ দিন পেরিয়ে যাচ্ছে। পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে এখন থেকে দুই বছর পর। তখন সাকিবের বয়স বেড়ে দাঁড়াবে ৩৭-এ। তখন কী আর টাইগার জার্সিতে সাকিবকে দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে! এমন আলোচনা এখন থেকেই চলছে।

এই বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলার পর সাকিবকে এই প্রশ্ন করেছেন প্রেজেন্টেশনের ধারাভাষ্যকার ড্যানি মরিসনও। সেখানে সাকিবও নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। উপরের উক্তির মতোই আবার বলেছেন যদি ফিট থাকতে পারেন, যদি দলের জন্য অবদান রাখতে পারেন তবেই হয়তো দেখা যেতে পারে তাকে। তথ্য সূত্র আরটিভি নিউজ।