বাংলাদেশের বোলারদের বিপক্ষে আগ্রাসী মেজাজে ব্যাটিং করে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নেন ইংলিশ ওপেনার জেসন রয়। এরপর তিনি ব্যাটিংয়ে আরও ধারালো হয়ে উঠছিলেন। তবে আগের ম্যাচে রয়কে শুরুতেই আউট করা সাকিব এবারও সাজঘরের পথ ধরালেন লেগ বিফোরের ফাঁদে। এর ঠিক পরের ওভারে পেসার তাসকিন আহমেদও তুলে নিলেন উইল জ্যাকসের উইকেট। ফলে জোড়া উইকেট তুলে ম্যাচে ফেরার ইঙ্গিত দিচ্ছে টাইগার বাহিনী।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩৯ ওভার শেষে ৫ উইকেটের বিনিময়ে ২১২ রান। সেঞ্চুরি তুলে রয় ১৩২ রানে সাজঘরের পথ ধরেছেন। তবে অধিনায়ক জস বাটলার ৪৬ বলে ৪৩ রানে ব্যাট করেছেন। তার সঙ্গী হিসেবে ক্রিজে এসেছেন মঈন আলী।
শুক্রবার (৩ মার্চ) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। দলীয় ২৫ রানে উদ্বোধনী জুটি ভাঙেন পেসার তাসকিন আহমেদ। সপ্তম ওভারের তৃতীয় বলে স্লিপে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৭ রানে করে আউট হন ইংলিশ ওপেনার ফিল সল্ট।
এরপর য়ান ডাউনে নামা ডেভিড মালানকে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন রয়। সাবলীল ব্যাটিংয়ে একের পর এক বাউন্ডারি মেরেই যাচ্ছিলেন তিনি। তবে ধীর গতিতে এগিয়ে চলা আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মালানকে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজ।
ইনিংসের ১৬ তম ওভারে দলীয় ৮৩ রানে দ্বিতীয় উইকেটটি হারায় ইংল্যান্ড। রাউন্ড দ্য উইকেট থেকে ফুল লেংথে পিচ করা মিরাজের বল শার্প টার্ন নিয়ে সোজা আঘাত হানে মালানের প্যাডে। আবেদনে সাড়া দিয়ে আউটের আঙুল তোলেন আম্পায়ার। মালানও রিভিউ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেননি। ১৯ বলে কোনো বাউন্ডারি ছাড়াই ১১ রান করেন বাঁহাতি এই ব্যাটার।
এরপর দলীয় ৯৬ রানে জেমস ভিন্সকে সাজঘরের পথ দেখান তাইজুল ইসলাম। টাইগার উইকেটরক্ষক মুশফিকুর রহিমের ক্যাচে পরিনত হয়ে ৫ রান করেন ভিন্স। তবে অধিনায়ক বাটলারকে নিয়ে ইনিংসকে দুইশ রান ছাড়িয়ে নিয়ে যান রয়। এই ব্যাটার ৩১তম ওভারের পঞ্চম বলে লেগ সাইডে ফ্লিক করে সেঞ্চুরি তুলে নেন।
সেঞ্চুরি হাঁকানোর পর আগ্রাসী হয়ে ওঠেন রয়। এই হার্ডহিটার ব্যাটারের ইনিংস থামে দলীয় ২০৫ রানে। তার ১২৪ বলের ইনিংসে ছিল ১৮টি বাউন্ডারি ও ১টি ছক্কার মার। তাকে বিদায় করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। এর ঠিক পরের ওভারেই গত ম্যাচে অভিষেক হওয়া উইল জ্যাকসকে সাকিবের ক্যাচ বানিয়ে নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন তাসকিন। বিদায়ের আগে এই অলরাউন্ডার ৪ বলে ১ রান করেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।