News update
  • Bangladesh's Per Capita Debt Rises Sharply to $483     |     
  • Yunus to Visit UK in June to Boost Bangladesh-UK Ties     |     
  • Over 100 cattle swept away by tidal surge in Munshiganj     |     
  • Economic Growth Is the Wrong Metric for Our Time     |     
  • Preserving Biodiversity Key to Human Survival: UN Warns     |     

ইতিহাস গড়তে টাইগারদের দরকার ১১৮ রান

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-03-12, 4:47pm

resize-350x230x0x0-image-215560-1678617519-fbf93ed0e2e3054e7f151fb46e60ee681678618063.jpg




বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে এই সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয়ে আশা জাগিয়েছিল টাইগাররা। এবার মিরপুরে মেহেদি হাসান মিরাজের ঘূর্ণি জাদুতে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে লাল সবুজের প্রতিনিধিরা। .

প্রথমে ব্যাটিংয়ে নেমে মিরাজের ক্যারিয়ার সেরা বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১১৭ রান করেছে জস বাটলারের ইংল্যান্ড। বোলিংয়ে ৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন টাইগার অলরাউন্ডার মিরাজ। এর আগে তার সেরা বোলিং ফিগার ছিল ৯ রানে ৩ উইকেট।

আজ (১২ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তথ্য সূত্র আরটিভি নিউজ।