পাকিস্তানের বিপক্ষে প্রথমে ব্যাট করে মাত্র ১৯৩ রানেই গুঁটিয়ে গেছে বাংলাদেশ।
তাই এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে জয় পেতে হলে অবিশ্বাস্য কিছুই করতে হবে টাইগারদের।
সেই লক্ষ্য নিয়ে বোলিংয়ে এসেও শুরুতে উইকেটের দেখা পাননি বাংলাদেশের বোলাররা।
তবে শেষ পর্যন্ত প্রথম পাওয়ার প্লের শেষ ওভারে পাক শিবিরে প্রথম আঘাত হেনেছেন পেসার শরিফুল ইসলাম।