News update
  • Indices tumble on both bourses amid broad-based sell-off     |     
  • BNP Names 237 Possible Candidates for Polls     |     
  • Bangladeshi leader of disabled people of world Dulal honoured     |     
  • UN Report Warns Inequality Fuels Global Pandemic Vulnerability     |     
  • Trump claims Russia, China secretly conduct underground nuclear tests     |     

রাহুল-কোহলির জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড় ভারতের

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-09-11, 7:22pm

images-1-144cb8381aea8b7eb240d8c884e654951694438567.jpeg




এশিয়া কাপের সুপার ফোরের মঞ্চে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মহারণে হানা দিয়েছিল বৃষ্টি। বেরসিক বৃষ্টিতে আগের দিন ম্যাচ ভেস্তে যাওয়ায় রিজার্ভ ডেতে গড়ায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। আজ আবারও ব্যাট করতে নেমে লোকেশ রাহুল ও বিরাট কোহলির জোড়া সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় গড়েছে রোহিত শর্মার দল।

কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে আগের দিন ২৪.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে ভারত ১৪৭ রান সংগ্রহ করার পর বৃষ্টিতে ম্যাচ রিজার্ভ ডেতে গড়ায়। আজ ব্যাটিংয়ে নেমে রাহুল-কোহলির অবিচ্ছিন্ন জুটিতে নির্ধারিত ৫০ ওভারে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ পেয়েছে ভারতীয়রা। রাহুল ১১১ ও কোহলি ১২২ রানে অপরাজিত থাকেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।