News update
  • No diplomatic tie with Israel without Palestinian state: KSA     |     
  • Over 300 Secret Lockers Found at Bangladesh Bank     |     
  • Overseas Migration of Bangladeshi Nationals Dropped in 2024     |     
  • US funding pause leaves millions in jeopardy, say UN experts     |     
  • Potential New Battle: UN vs US over Greenland, Panama Canal     |     

পাপনের সঙ্গে কী আলোচনা করলেন সাকিব-হাথুরু?

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-09-26, 9:31am

resize-350x230x0x0-image-241337-1695674763-4e5fb205a69446924cb229c98a75cd1c1695699063.jpg




বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার বাকি মোটে আর একদিন। বরাবরের মতো এবারও দল ঘোষণার আগমুহূর্তে শুরু হয়েছে নাটক। কে থাকবেন কে বাদ যাবেন সেটি নির্ধারণ করতে যখন নির্বাচক প্যানেলের নাভিশ্বাস, ঠিক তখনই নাটকের মোড় ঘুরিয়ে দেন টাইগার ওপেনার তামিম ইকবাল।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিশ্বকাপে খেলার বিষয়ে তিনি বোর্ডকে জুড়ে দেন শর্ত। সেই শর্তে বলা হয়েছিল টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকেরা যেন বাঁহাতি এই ওপেনারকে শতভাগ ফিট না ধরেই বিশ্বকাপের পরিকল্পনা করেন।

সেই সঙ্গে ফিটনেস ইস্যু দেখিয়ে বাংলাদেশের হয়ে বৈশ্বিক এই টুর্নামেন্টে সবগুলো ম্যাচ খেলতেও নিজের অপারগতা জানিয়ে দেন তিনি। সেমিফাইনালের আগ পর্যন্ত রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে বাংলাদেশ খেলবে ৯টি ম্যাচ। এর ভেতর কেবল পাঁচটি ম্যাচে খেলবেন বলে জানিয়েছেন তামিম।

আর সে কারণেই দফায় দফায় বৈঠক করে এই সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজতে থাকে টিম ম্যানেজমেন্ট।

তামিমের এই সিদ্ধান্তটি টিম ম্যানেজমেন্ট মেনে নিলেও সেটিতে বেশ ক্ষুব্ধ হন টাইগার দলপতি সাকিব আল হাসান। সে কারণে সেদিনই হুট করে রাত ১১টা ৫০ মিনিটের দিকে হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহকে সঙ্গে নিয়ে তিনি হাজির হন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে।

সেখানে সাকিব, হাথুরু ও পাপনের মধ্যে চলে প্রায় ৩০-৪০ মিনিটের বৈঠক। জরুরি বৈঠক শেষে সাড়ে ১২টার দিকে বেড়িয়ে আসেন সাকিব ও হাথুরু। কিন্তু কি আলোচনা হয়েছে তাদের বোর্ড সভাপতির সঙ্গে সেটি খোলাসা করেননি কেউই। পাপনের বাসা থেকে বের হয়েই দুজন চলে যান দুজনের গন্তব্যে।

ধারণা করা হচ্ছে তামিমের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েই বোর্ড সভাপতির কাছে নালিশ জনাতে এসেছেন তারা। যদিও বিষয়টি আটকে রয়েছে কেবল ধারণার ভেতরেই। আনুষ্ঠানিক বক্তব্য দেননি দুজনের কেউই। তথ্য সূত্র আরটিভি নিউজ।