News update
  • Sewage, trash, disease overwhelm displaced communities in Gaza     |     
  • World leaders rally for ‘full-speed’ climate action ahead of COP30     |     
  • Chel Snakehead: A Fish That Time Forgot, Rediscovered     |     
  • Investment Summit Touts Bangladesh’s FDI Promise     |     
  • World Bank Cuts South Asia Growth Forecast     |     

‘তামিমের অবসর নেওয়া ও অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত ভুল ছিল’

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-09-29, 7:43am

resize-350x230x0x0-image-241691-1695923837-a0413a90bf4b15a980830801413af1821695951805.jpg




আফগানিস্তান সিরিজের মাঝপথে হুট করেই সংবাদসম্মেলন ডেকে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে অবসর ভেঙে ক্রিকেটে ফেরেন বাঁহাতি এই ওপেনার।

এরপর এশিয়া কাপের আগমুহূর্তে ফিটনেস ইস্যুতে এশিয়া কাপ থেকে সরে আশার পাশাপাশি ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন দেশসেরা এই ওপেনার।

তামিম ইকবালের এই দুটি সিদ্ধান্ত নেওয়া পুরোপুরি ভুল ছিল বলে মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিওবার্তায় এমনটাই মন্তব্য করেন ম্যাশ।

মাশরাফী বলেন, ‘বোর্ডের পক্ষ থেকে কেউ একজন তামিমের সঙ্গে কথা বলেছে, যেখানে একপর্যায়ে সে (তামিম) উত্তেজিত হয়ে যায়। এরপর সে নিজে থেকে দলে থাকতে চায়নি। আমি মনে করি এটাও তার ভুল সিদ্ধান্ত ছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা দুটো ভিডিও দেখেছি, তামিমের পর সাকিব যে বর্তমানে অধিনায়ক; সে সাক্ষাৎকার দিয়েছে। সেখানেও সে কিছু কথা বলেছে। আমার কাছে কোনো ভাবেই মনে হয়নি তামিমের ক্যাপ্টেন্সি ছাড়াটা উচিৎ হয়েছে। এখন তামিমের একটা ইস্যু ছিল তার ইনজুরি। ইনজুরিটা থাকলে কিছু করার নাই। কিন্তু বোর্ড তাকে নিয়ে একটা কমফোর্ট জোনে ছিল। সবার সাথে বোর্ড থেকে একটা ক্লিয়ার যোগাযোগ ছিল যে তামিমকে আমরা ক্যাপ্টেন হিসেবে দেখছি। তবুও ইনজুরি এবং সবমিলিয়ে তার ক্যাপ্টেন্সি ছাড়া উচিৎ হয়েছে কিনা তামিমই বলতে পারবে।’

‘তামিম ইনজুরির কারণে কনফিউজড হয়ে ক্যাপ্টেন্সিটা ছেড়েছিল। তবে তাকে আরেকটু অ্যানালাইসিস করে দেখা দরকার ছিল- সে আসলে ওয়ার্ল্ডকাপ পর্যন্ত গিয়ে কতটুকু ফিট থাকবে। কারণ ক্যাপ্টেন্সিটা যদি ছাড়তেই হতো, তাকে ৬মাস বা ১ বছর আগে ছাড়া দরকার ছিল। বিসিবি ধরেই নিয়েছিল তামিমই ক্যাপ্টেন্সি করবে, সেই সুযোগটা তাকে দিয়েছিল। আমি মনে করি তামিম সুযোগটা নিতে পারত। কিন্তু সে এরপর ‘‘আমি খেলতে চাই না’’ বলে যে কথাটা বলেছিল, সেটি ঠিক নয়। কারণ রাগ-ক্ষোভের সময়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা সঠিক হয় না’, তিনি যোগ করেন। সূত্র আরটিভি নিউজ।