News update
  • CA Prof Yunus lauds Modi, Sharif for ceasefire     |     
  • India, Pakistan agree to a ceasefire in US-mediated talks     |     
  • Tarique for action against those who formed illegal parliaments, govts     |     
  • India, Pakistan Agree to Ceasefire in US-Mediated Talks     |     
  • Single women struggle for accommodation in Dhaka     |     

বাংলাদেশের সামনে রানের পাহাড় ইংল্যান্ডের

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2023-10-10, 6:15pm

image-243099-1696928368-95f03bce6def6cd0d985205d12818e5e1696940141.jpg




শুরুটা বেশ আগ্রাসী করে রেকর্ড সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল ওয়ানডেতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। যদিও ইনিংসের মাঝে এসে ইংলিশদের সেই আগ্রাসী পথে বাধা হয়ে দাঁড়ান বাংলাদেশি বোলাররা। তবে ক্ষতি যা হওয়ার ততক্ষণে তা হয়ে গেছে। মালানের সেঞ্চুরি আর জো রুটের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে রানের পাহাড় দাঁড় করিয়েছে ইংল্যান্ড।

মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে দাপুটে ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৪ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ইংলিশরা। দলের হয়ে ক্যারিয়ারসেরা সর্বোচ্চ ১৪০ রানের ইনিংস খেলেছেন মালান। বাংলাদেশের হয়ে শেখ মেহেদীর শিকার ৪ উইকেট।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকেই বাংলাদেশি বোলারদের ওপর চড়াও হন দুই ওপেনার বেয়ারস্টো ও মালান। ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে ১১৫ রান যোগ করেন এই দুই ব্যাটার। এরপর ১৭ দশমিক ৫ ওভারে টাইগারদের প্রথম ব্রেক-থ্রু এনে দেন সাকিব। এই অলরাউন্ডারের বলে বোল্ড হয়ে ৫৯ বলে ৫২ রানে ফেরেন বেয়ারস্টো।

দ্বিতীয় উইকেট জুটিতে রুটকে সঙ্গে নিয়ে রানের গতি এগিয়ে নেন মালান। এই জুটিতে আসে ১৫১ রান। শেখ মেহেদির ইনসুইং ডেলিভারিতে প্যাভিলিয়নে ফেরার আগে ১৬ চার ও ৫ ছক্কায় ক্যারিয়ার সেরা ১৪০ রানের ইনিংস খেলেন মালান।

লাল-সবুজের প্রতিনিধিদের তৃতীয় সাফল্য আসে পেসার শরিফুলের হাত দিয়ে। ১০ বলে ২০ রানে ক্রিজে থাকা ইংলিশ অধিনায়ক জস বাটলারকে ফেরান এই পেসার।

বাটলার আউট হওয়ার পর দ্রুতই ব্যাটফুটে চলে যায় ইংল্যান্ড। এরপর সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন রুট। ৬৮ বলে ৮২ রানে থাকা এই ব্যাটারকে মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে ফেরান শরিফুল। পরের বলেই রানের খাতা খোলার আগে ফেরান লিয়াম লিভিংস্টোনকে।

শেষ দিকে ব্রুকের ১৫ বলে ২০, স্যাম কারানের ১১ রানের সুবাদে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান করে ইংলিশরা।

বাংলাদেশের হয়ে ৭১ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন অভিষিক্ত শেখ মেহেদি। আর ৭৫ রান দিয়ে শরিফুলের শিকার ৩ উইকেট। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন সাকিব ও তাসকিন।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড : ৫০ ওভারে ৩৬৪/৯ ।(বেয়ারস্টো ৫২, মালান ১৪০, রুট ৮২, বাটলার ২০, ব্রুক ২০, লিভিংস্টোন ০, কারান ১১, ওকস ১৪, রশিদ ১১, উড ৬*, টপলি ১*; মুস্তাফিজ ১০-০-৭০-০ , তাসকিন ৬-০-৩৮-১, শরিফুল ১০-০-৭৫-৩, মেহেদি ৮-০-৭১-৪, সাকিব ১০-০-৫২-০, মিরাজ ৬-০-৫৫-০) তথ্য সূত্র আরটিভি নিউজ।