News update
  • Bangladesh Urges Pakistan to Apologise for 1971 Atrocities     |     
  • IMF Continues Talks with Bangladesh for Loan Deal     |     
  • RMG Exports Up 10.84% in July–March     |     

শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করল আইসিসি

গ্রীণওয়াচ ডেক্স ক্রিকেট 2023-11-10, 10:12pm

image-247373-1699629326-b9f2419c251d28d91190a983a7262c391699632760.jpg




শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শুক্রবার (১০ নভেম্বর) আইসিসির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করা হয়েছে। ১৯৮১ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ পেয়েছিল দেশটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইসিসি বোর্ড আজ সভায় বসে সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল। সময়মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড।

এদিকে বিশ্বকাপে ব্যর্থ মিশন শেষে আজই দেশে ফিরেছেন লঙ্কান ক্রিকেটার। এই মুহূর্তে পয়েন্ট তালিকার নয়ে লঙ্কানরা।

অন্যদিকে দেশটির ক্রিকেট বোর্ডে দুর্নীতি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের হস্তক্ষেপ নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল।

এর আগে, বিশ্বকাপে ভরাডুবির কারণে বোর্ডের সব সদস্যকে বরখাস্ত করেছিলেন শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তাদের পুনরায় স্বপদে পুর্নবহাল করে দেশটির আদালত।

এর দুইদিন পর দেশটির সংসদে সরকারি ও বিরোধী দলের সর্বসম্মতিক্রমে বোর্ড সদস্যদের বরখাস্ত করার প্রস্তাব পাস হয়।

এরপর বৃহস্পতিবার (৯ নভেম্বর) ‘দুর্নীতিগ্রস্থ এসএলসি (শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড) ম্যানেজমেন্ট প্রত্যাহার’ নামে একটি বিল সংসদে উত্থাপন করেন প্রধান বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। পরে তাতে সম্মতি প্রদান করেন সরকারদলীয় নেতা নিমাল সিরিপালা ডি সিলভা। এরপর চূড়ান্ত প্রস্তাব পাস হয়।

এ বিষয়ে প্রেমাদাসা জানান, জনগণকে ক্রিকেট বোর্ডের প্রশাসনিক পর্যায়ে দুর্নীতি বিষয়ে সচেতন করা এবং লঙ্কান ক্রিকেটকে দুর্নীতিবাজদের কবল থেকে রক্ষা করাই এই প্রস্তাবের লক্ষ্য। আবেগী ভক্তদের জন্য খেলাকে বাঁচাতে সম্মিলিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন প্রেমাদাসা। তথ্য সূত্র আরটিভি নিউজ।