News update
  • BNP Opposes Reforms to Constitution’s Core Principles      |     
  • Time to Repair Bangladesh–Pakistan Ties     |     
  • Dhaka’s air quality recorded ‘unhealthy’ Friday morning     |     
  • Dr Yunus proved impact of innovative economics: Peking Varsity Prof     |     
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     

এক বছরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড রোহিতের

গ্রীণওয়াচ ডেক্স ক্রিকেট 2023-11-12, 8:15pm

resize-350x230x0x0-image-247636-1699795816-0ab490c9d81e1d5438e84ac81e6a200e1699798545.jpg




চলতি বছরের শুরু থেকে দারুণ ছন্দে আছেন রোহিত শর্মা। সেই ফর্ম ধরে রেখেছেন ঘরের মাঠে আয়োজিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপেও। আগ্রাসী ব্যাটিংয়ে রীতিমত কুপোকাত করছেন প্রতিপক্ষকে। এরই ধারাবাহিকতায় ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি নিজের করে নিয়েছেন ভারতীয় অধিনায়ক।

এতোদিন এক বছরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি ছিল এবি ডি ভিলিয়ার্সের দখলে। ২০১৫ সালে ১৮ ইনিংস খেলে ৫৮টি ছক্কা হাঁকিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটার। আজ নেদারল্যান্ডসের বিপক্ষে ৬১ রানের ইনিংস খেলার পথে দুটি ছক্কা হাঁকিয়ে তাকে ছাড়িয়ে যান রোহিত।

অবশ্য প্রথম ছক্কাটি মারার পর ডি ভিলিয়ার্সকে টপকে যান রোহিত। ইনিংসের সপ্তম ওভারে কলিন অ্যাকারম্যানকে লং অন দিয়ে উড়িয়ে মারেন তিনি। দ্বিতীয় ছক্কাটি আসে আরেক স্পিনার রুলফ ফন ডার মারওয়ের বোলিং থেকে। এনিয়ে চলতি বছর ওয়ানডেতে ২৪ ইনিংস খেলে ৬০টি ছক্কা হাঁকালেন রোহিত।

এই রেকর্ডটি আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে রোহিতের কাছে। কেননা যদি বিশ্বকাপের ফাইনালে ওঠে ভারত, তাহলে এই বছর আরও পাঁচটি ওয়ানডে ম্যাচে খেলার সম্ভাবনা আছে তার সামনে। ফলে অনুমেয়ভাবে এই রেকর্ডটি আরও বড় হতে যাচ্ছে।

বিশ্বকাপের এক আসরে বেশি ছক্কার রেকর্ডও নিজের করে নিয়েছেন রোহিত। ২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েন মরগান হাঁকিয়েছিলেন ২২ ছক্কা। চলতি আজকের ম্যাচ মিলিয়ে ২৪টি ছক্কা মেরেছেন ভারতীয় অধিনায়ক।

এদিন আরেকটি কীর্তিও গড়েছেন রোহিত। সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে টপকে ভারতের হয়ে ওয়ানডেতে এখন পঞ্চম সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। ২৫২ ইনিংস খেলে ১০ হাজার ৬১৫ রান করেছেন তিনি। অন্যদিকে ভারতের হয়ে ২৯৪ ইনিংসে ১০ হাজার ৫৯৯ রান করেন ধোনি। তথ্য সূত্র আরটিভি নিউজ।