News update
  • Mohammadpur Sub-Jail in Magura lies abandoned     |     
  • BD trade unions demand 10-point climate action ahead of COP30     |     
  • Bangladesh criticises Rajnath remarks on Yunus     |     
  • ‘Very unhealthy’ air quality recorded in Dhaka Sunday morning     |     
  • Harassment, corruption shade Begum Rokeya University, Rangpur     |     

চোখের সমস্যা নিয়ে যা বললেন সাকিব

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-02-04, 7:57am

rytrrueu-a70bd4a1f12be91790495313bf8f2aa41707011832.jpg




এবার নিজের চোখের সমস্যা নিয়ে গণমাধ্যমের সামনে মুখ খুললেন সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজি হিসেবে রংপুর রাইডার্সকে তিনি ‘অর্ধেক’ দিতে পারছেন বলেও আক্ষেপ করেন এ বিশ্বসেরা অলরাউন্ডার।

জানা যায়, চোখের সমস্যায় ভুগছেন বাংলাদেশের তিন সংস্করণের অধিনায়ক। সম্প্রতি চোখের সমস্যার জন্য ব্যাটিং করতে কিছুটা হলেও অস্বস্তি হচ্ছে তার।

এবারের বিপিএলে শুধু বোলার সাকিবকেই পাচ্ছে তার দল রংপুর। বল হাতে তিনি অবশ্য আগের সাকিবই- ৫ ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। রংপুর তাদের সর্বশেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে শনিবার (৩ ফেব্রুয়ারি) ৭৭ রানের জয় পেয়েছে। এ জয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হয়ে ফিরেছেন সাকিব। তবে বল হাতে ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট তার।

ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে সাকিব নিজেও বললেন, ‘রংপুর আসলে অর্ধেক সাকিবকে পাচ্ছে, ‘জীবনে এই প্রথমবার শুধু একটা দিক নিয়ে খেলছি। রংপুর রাইডার্সের জন্য খারাপ লাগছে আমার। তারা আমাকে দলে নিয়েছিল। অথচ আমি তাদের জন্য অর্ধেক কাজ করতে পারছি, অর্ধেক পারছি না।’

রংপুরকে ধন্যবাদও জানিয়ে সাকিব বলেন, ‘তারপরও তারা যেভাবে আমাকে সমর্থন করে যাচ্ছে, তাদের ধন্যবাদ অবশ্যই দিতে হয়। এ রকম একটা ফ্র্যাঞ্চাইজিতে খেলতে পেরে আমি খুবই গর্বিত। কারণ, তারা আমাকে যেভাবে দেখাশোনা করছে এই সময়ে, তারা অবস্থাটা বুঝেছে এবং যেভাবে তা সামলাচ্ছে, আসলে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়া আমার আর কিছু বলার নেই।’

সাকিব আসলে কৃতজ্ঞতা জানালেন আশপাশের সবাইকেই, ‘সবাই চেষ্টা করছে আমাকে সাহায্য করার। যেন আমি যে সমস্যাটা পার করছি, সেটা উতরে যেতে পারি।’

যদিও সংবাদ সম্মেলনে বারবার চোখের বিষয়টি আসায় একটু বিরক্ত হয়ে সাকিব এক প্রশ্নকর্তার উদ্দেশে বলেন, ‘আসলে আমার কোনো ধারণা নেই, এটা কখন ঠিক হবে। আর এই যে বারবার চোখ, চোখ, চোখ বলছেন, আসলে আমার চোখের কোনো সমস্যা নেই। আসলে এই যে আপনি চশমা পরে যেটা দেখেন, আমি চশমা ছাড়া আপনার চেয়ে ভালো দেখি।’

এরপরই আবার বলে উঠেন, ‘আসলে কী সমস্যা আছে, সেটা খোঁজার চেষ্টা করছি।’

চোখের এই সমস্যা নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব মাঠে থাকবেন কিনা এ প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘এটা আসলে সময়ই বলে দেবে। দেখি কী অবস্থা দাঁড়ায়। এরপর কর্মকর্তাদের সঙ্গে কথা হবে। তারপর আসলে সিদ্ধান্তটা নেওয়া হবে। বোর্ডের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত এটা নিয়ে কোনো আলাপ হয়নি।’ তথ্য সূত্র আরটিভি নিউজ।