News update
  • Dr. Yunus for body to ensure fair price of animals, rawhides     |     
  • Bus workers go on indefinite strike in Bhola     |     
  • CA Urges Formation of Body to Ensure Fair Rawhide Prices     |     
  • Rohingya Crisis Poses Growing Regional Stability Threat: Touhid     |     

তামিমকে দলে ফেরাতে বিসিবির নতুন উদ্যোগ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-02-13, 7:57am

rterteryer-4448f6e63f51c6a66f84c91d01e470381707789455.jpg




গত বছর আফগানিস্তান সিরিজের মাঝ পথে ক্রিকেট থেকে অবসর নিয়েছিল তামিম ইকবাল। এরপর অবসর ভেঙ্গে ক্রিকেটে ফিরলেও বিশ্বকাপ দলে জায়গা পাননি এই টাইগার ব্যাটার। এরপর থেকে প্রশ্ন ছিল তামিম আর কখনও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কি না। শেষ পর্যন্ত চলতি বছরের বিসিবি সঙ্গে কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বোর্ড সভা শেষে ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। যেখানে বাদ পড়েছেন তামিমসহ ৪ ক্রিকেটার।

তবে তামিমকে ফিরাতে চান বিসিবি। এ নিয়ে পাপন বলেন, তামিমের ইস্যুটা নিয়ে কথা হয়েছে। আমি এখান থেকে নাম বলেছি জালাল ভাই ও অন্যরা বসবে তামিমের সঙ্গে। ঢাকায় আসার সঙ্গে সঙ্গে। আমিও বসবো। উনারা বসার পর আমি নিজেও বসবো। আমার ধারণা এই বিপিএল চলাকালীনই সব সিদ্ধান্তগুলো জানতে পারব। এর আগে আসলে বলাটা মুশকিল।

চলমান বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন তামিম ইকবাল। শুরুটা ভালো করলেও গত কয়েক ম্যাচে রান পাননি তিনি। অনেকে ভেবে ছিল বিপিএলে পারফর্ম করে দলে ফিরবেন এই টাইগার ওপেনার। কিন্তু কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ায় সেই দরজাও বন্ধ হয়েছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।