News update
  • AL-BNP clash leaves over 50 injured in Habiganj     |     
  • Bangladeshi youth injured in BSF firing along Akhaura border     |     
  • UN food agency says its food stocks in Gaza run out     |     
  • Pahalgam Attack: India, Pakistan Exchange Fire at LoC     |     
  • Dhaka’s air quality turns ‘moderate’ Friday morning     |     

লঙ্কা বধের মিশনে মাঠে নামছে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-03-03, 11:32pm

images-2-038b857f401d483ef27b115d9cd5c9bd1709487214.jpeg




ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। প্রথমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু হবে শ্রীলঙ্কার বাংলাদেশ সফর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল লঙ্কানদের মোকাবিলা করবে টাইগাররা। বিশ্বকাপের মতো এই ম্যাচেও লঙ্কানদের পরাজিত করে জয়ের ধারা অব্যাহত রাখতে চায় শান্ত-লিটনরা।

সোমবার (৪ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মাঠে নামবে দুই দল। প্রথম ম্যাচেই সফরকারীদের হারিয়ে সিরিজে শুরু করতে চায় স্বাগতিকরা। এখন পর্যন্ত ১৫৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫৯টিতে জয়, ৯৫টিতে হার এবং ৪টিতে ড্র করেছে টাইগাররা।

টি-টোয়েন্টিতে ২০২২ সাল থেকে কোন দ্বিপাক্ষিক সিরিজে হারেনি বাংলাদেশ। গত বছর ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের বিপক্ষে তিনটিতেই সিরিজ জিতেছে টাইগাররা। এ ছাড়াও বছরের শেষ দিকে নিউজিল্যান্ডের ঘরের মাঠে সিরিজ ড্র করে টি-টোয়েন্টিতে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে শান্ত-মিরাজরা।

তবে পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের থেকে অনেকটায় এগিয়ে শ্রীলঙ্কা। এখনও পর্যন্ত ১৩বারের দেখায় ৪টিতে জয় এবং ৯টিতেই হেরেছে বাংলাদেশ। এই সিরিজ দিয়ে লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টির রেকর্ডে উন্নতি করার সুযোগ পাচ্ছে টাইগাররা। তথ্য সূত্র আরটিভি নিউজ।