তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে আজ (৬ মার্চ) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রেশ কাটতে না কাটতেই লঙ্কানদের বিপক্ষে সিরিজ খেলছে টাইগাররা। প্রথম ম্যাচে তীরে এসে তরী ডুবেছে বাংলাদেশের। মাত্র ৩ রানে হেরেছে টাইগাররা।
এদিকে প্রথম ম্যাচের ভুল শোধরে জয় দিয়ে সিরিজে ফিরতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সেটা যে খুব সহজ হবে না, তা ভালো করেই জানে টিম বাংলাদেশ।
অন্যদিকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে চায় জয় দিয়ে শুরু করা শ্রীলঙ্কা। আর টি-টোয়েন্টির পরিসংখ্যানও লঙ্কানদের পক্ষেই। তাই বাড়তি চাপ আর চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামবে লাল-সবুজেরা।
সিরিজে টিকে থাকার মিশনে একাদশে পরিবর্তন না-ও করতে পারে টাইগার টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে অপরাজিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে লঙ্কানরাও।
চমক হিসেবে স্বাগতিকদের একাদশে একটি পরিবর্তনে গুঞ্জনও রয়েছে। সেক্ষেত্রে রিশাদের জায়গায় তাইজুলকে দেখা যেতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে টসের আগ পর্যন্ত।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন/তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।