News update
  • Dhaka’s air 4th most polluted in the world Monday morning     |     
  • Afghan officials put flood toll at 315     |     
  • Nine to die, 9 get life-term for killing JL leader in Cumilla      |     
  • Canadian police declare arrest of an Indian suspect in the killing of a Sikh      |     
  • BNP urges citizens to avoid imported goods lacking proper test     |     

‘৩২৫’ রানের লিড নিয়ে মধ্যাহ্নবিরতিতে শ্রীলঙ্কা

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-03-24, 12:42pm

yreyeryre-828beed266336e1ed6cf13cba27e07ce1711262554.jpg




সিলেট টেস্টের তৃতীয় দিনের শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। লঙ্কানদের দ্বিতীয় ইনিংসের ১২৬ রানের মাথায় ফার্নান্দোকে ফিরিয়েছিলেন খালেদ আহমেদ। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে সফরকারীরা। এতে ৩২৫ রানের লিড নিয়ে মধ্যাহ্নবিরতিতে গেছে ধনাঞ্জয়া ডি সিলভার দল।

রোববার (২৪ মার্চ) ৫ উইকেটে ১১৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে লঙ্কানরা। এ সময়ে ধনাঞ্জয়া ডি সিলভা ২৩ এবং ২ রানে বিশ্ব ফার্নান্দো অপরাজিত ছিলেন। তবে স্কোরবোর্ডে ৭ রান জড়ো করতেই ধাক্কা খায় সফরকারীরা।

দলীয় ১২৬ রানের মাথায় ফার্নান্দোকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি এনে দেন খালেদ। এই পেসারের অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মারতে চেয়েছিলেন ফার্নান্দো। তবে তা ভাগ্যসহায় হয়নি। স্লিপে দুর্দান্ত এক ক্যাচ নেন মিরাজ।

ফের ঠিকই ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। প্রথম ইনিংসের মতো উইকেটে খুঁটি গেড়ে বসেছেন সিলভা ও কামিন্দু মেন্ডিস। তথ্য সূত্র আরটিভি নিউজ।