News update
  • Alongside conflict, an info war is still happening in Gaza     |     
  • Bangladesh Urges Pakistan to Apologise for 1971 Atrocities     |     
  • IMF Continues Talks with Bangladesh for Loan Deal     |     

বেঙ্গালুরুর বিপক্ষে মুম্বাইয়ের জয়

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-04-12, 7:11am

images-6-22d60c4f0b0b0e1b62c33b3161c4cf6b1712884358.jpeg




রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিপক্ষে দারুণ জয় পেল মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচ ম্যাচে মুম্বাই পেল দ্বিতীয় জয়। আর ছয় ম্যাচে টানা চারটি হারের পর এটা ছিল বেঙ্গালুরুর পঞ্চম হার।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বেঙ্গালুরুর তোলা ১৯৬ রান টপকে গেছে মুম্বাই। ২৭ বল আর ৭ উইকেট হাতে রেখেই সম্ভব করেছে তারা।

টস জিতে বেঙ্গালুরুকে ব্যাটিংয়ে পাঠায় মুম্বাই। বেঙ্গালুরুর ইনিংস শুরু হয় বিরাট কোহলিকে ৩ রানে হারিয়ে। চলে আরেক ওপেনার ফাফ ডু প্লেসির ব্যাট। উইল জ্যাকস এসে ৮ রানে বিদায় নিলে ডু প্লেসিকে সঙ্গ দেন রজত পতিধর।

৪৭ বলে ৮২ রানের ঝড়ো জুটি গড়ার পথে দুইজনই পান ফিফটি। তবে রজতকে ৫০ রানে ফিরিয়ে জুটি ভাঙেন কুটসিয়া। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি ডু প্লেসিও। ৪০ বলে ডু প্লেসিওর সংগ্রহ ৬১ রান।

এরপর ব্যাটিংয়ে নামেন দিনেশ কার্তিক। ২৩ বলে ৫৩ রান করেন তিনি। এটা ছিল দলের জন্য বড় পাওয়া।

ঝড় তুলেন মুম্বাইয়ের বুমরাহ। ৪ ওভারে ২১ রানে তিনি নেন ৫ উইকেট।

ঈশান কিষান ও রোহিত শর্মা উদ্বোধনী জুটিতে ৫৩ বলে যোগ করেন ১০১ রান। ৩৪ বলে ৬৯ রান করেন। এরপর বিদায় নিতে হয় তাকে।

৩৮ রানে সাজঘরে ফেরেন রোহিত।

বিধ্বংসী হয়ে ওঠেন সূর্যকুমার। ১৭ বলে তুলে নেন ফিফটি। ৫২ রানে বিদায় নেন সূর্যকুমার। একইভাবে ব্যাট চালান পান্ডিয়া। ৬ বলে ৩ ছক্কায় ২১ রানে অপরাজিত থাকেন মুম্বাই অধিনায়ক। রাহুল তেওয়াতিয়া ১০ বলে ১৬ রানে থাকেন অপরাজিত। তথ্য সূত্র আরটিভি নিউজ।