News update
  • “BD cannot compromise with the ‘zero tolerance’ approach to terrorism”      |     
  • Lightning strike in Germany’s Dresden injures 10     |     
  • “US decision against former army chief Gen Aziz not under visa policy”      |     
  • Police foil ‘Ganosamhati Andolon’s bid to siege Bangladesh Bank     |     
  • Iranian President’s death: BD announces state mourning on Thursday     |     

স্মিথ-ম্যাগার্ককে বাদ দিয়েই বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়ার

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-05-01, 12:48pm

jfotioeritpp-be14eb0b64e17ff0dff13c90575ff6871714546180.jpg




অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনের প্রাণভোমরা বলা হয় স্টিভেন স্মিথকে। সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটে তার ব্যাটিং স্ট্রাইকরেট নিয়ে নানা প্রশ্ন তুলেছে বিশ্লেষকরা। তবে স্মিথকে ফর্মে ফেরাতে সবশেষ টি-টোয়েন্টিগুলোতে স্কোয়াডে রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি এই অজি ব্যাটার। ফলে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন তিনি।

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র বিশ্বকাপে অজিদের নেতৃত্ব দিবেন মিচেল মার্শ। তাকে অধিনায়ক করে ১৫ সদস্যে স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ)। এর মধ্যে অর্ন্তবর্তীকালীন অধিনায়ক হিসেবে গত এক বছর ধরে তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজে অসিদের নেতৃত্ব দিয়েছেন তিনি।

এছাড়া অজিদের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি আলোচিত তরুণ ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাগার্কের। আইপিএলে যেভাবে চমক দেখিয়েছেন ম্যাগার্ক, তাতে এই তরুণকে অস্ট্রেলিয়া দলে জায়গা দেওয়া হবে বলেই আশা করছিলেন অনেকেই, শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি।

অস্ট্রেলিয়ার ঘোষিত ১৫ সদস্যের এই স্কোয়াডে দ্বিতীয় স্পিন বিশেষজ্ঞ হিসেবে জায়গা পেয়েছেন অ্যাস্টন অ্যাগার। দলে ফেরাতে হয়েছে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, টিম ডেভিড, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার , অ্যাডাম জাম্পা।