News update
  • New Secy-Gen Shirley Botchwey pledges to advance Co’wealth values in divided world     |     
  • C. A. Dr. Yunus’ China Tour Cements Dhaka-Beijing Relations     |     
  • Myanmar quake: Imam's grief for 170 killed as they prayed in Sagaing     |     
  • Eid Tourism outside Dhaka turning increasingly monotonous      |     
  • China visit a ‘major success’ for interim government: Fakhrul     |     

তামিমের সঙ্গে ‘বিচ্ছেদ’, নতুন করে যা বললেন সাকিব

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-06-12, 8:30pm

rydfyry-f38e571caf93e29f8edebf52bdb5170b1718202630.jpg




গেল বছরে এক সাক্ষাৎকারে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার বৈরী সম্পর্কের বিষয়টি গণমাধ্যমে প্রকাশ্যে এনেছিলেন। সে সময়ে বিসিবি বস বলেছিলেন, ড্রেসিংরুমে কথা হয় না সাকিব-তামিমের। এরপর থেকেই শুরু হয় নানান আলোচনা-সমালোচনা। এরপর সাকিবের সঙ্গে সম্পর্কের বিষয় নিয়ে মুখ খুলেছিলেন তামিম। এই ওপেনার বলেছিলেন, মাঠের খেলায় তাদের মধ্যে কোনো সমস্যা নেই।

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বমঞ্চে পাড়ি জমানোর আগে সাকিবও এ প্রসঙ্গে মুখ খুলেছিলেন। দেশসেরা এই অলরাউন্ডার পরোক্ষভাবে স্বীকার করেন, তামিমের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বের পর্যায়ে নেই।

এবার নতুন করে বিষয়টি সামনে আসার অন্যতম কারণ সাকিবকে নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গবিডির বানানো প্রামাণ্যচিত্র ‘সাকিব আল হাসান বিশ্বকাপ স্পেশাল’। বুধবার (১২ জুন) রাত ৮টায় এই প্রামাণ্যচিত্রের প্রথম পর্ব দেখানো হবে। যেখানে তামিমকে নিয়ে ফের কথা বলেছেন সাকিব।

তামিমের সঙ্গে সম্পর্ক নিয়ে সাকিব বলেছেন, ‘কথা হতো না, এটা একদম ভুল কথা। আমাদের একসময় যে সম্পর্কটা ছিল, সারাক্ষণ একসঙ্গে থাকতাম, ওই সম্পর্কটা অনেক দিন ধরেই ছিল না।’

সাকিবের ভাষায়, ‘আমি বিয়ে করলাম। সে (তামিম) বিয়ে করল। দুজনের বাসা আলাদা, আলাদা জায়গায় থাকা—এভাবে (দুজনের) সময়টা অনেক কমে যায়।’

এই অলরাউন্ডার যোগ করেন, ‘স্বাভাবিকভাবেই ওই (পূর্বের) নৈকট্য ধীরে ধীরে কমতে থাকে। মানুষের আলাদা জীবন চলে আসে। আলাদা পারিবারিক জীবন। এই ব্যস্ততাগুলোর সঙ্গে ধীরে ধীরে সময়টাও পাল্টে যেতে শুরু করে। তারপর যেটা হয়েছে, মাঠে দেখা হলে যখন কোনো প্রয়োজন হতো, তখনই কথা হতো। এর থেকে খুব বেশি যে কথা বলার দরকারও ছিল, আমার কাছে সেটা মনে হয় না।’

সাকিব এরপর বলেছেন, ‘পাপন (ভাই) বলার পর থেকে এই ব্যাপারটি আরও আলোচনায় চলে আসে। আমার মনে হয় ওটা বেশি সমস্যা তৈরি করেছে, এই সম্পর্কের ক্ষেত্রে কিংবা এই পরিস্থিতি তৈরির জন্য।’

এমন শীতল সম্পর্ক ঠিক করা প্রসঙ্গে সাকিবের উত্তর, ‘এখানে ঠিক-ভালোর কিছু নেই। আমরা যত দিন খেলেছি একসঙ্গে, ড্রেসিংরুম যত দিন ভাগ করেছি, দলের ক্ষতি হোক কিংবা ক্ষতি হবে, এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না। যাদের যতটা অবদান রাখার প্রয়োজন ছিল, সেটা কথা বলেই হোক, না বলেই হোক, কোনো জায়গাতেই এটাতে কখনো সমস্যা ছিল না।’ আরটিভি