News update
  • At least 80 people killed in NE Colombia as peace talks fail     |     
  • Dhaka's air ‘very unhealthy’ on Monday morning     |     
  • Lakhs in hardship for poor state of 3 key Sunamganj bridges      |     
  • Israel releases 90 prisoners as Hamas frees 3 hostages     |     
  • Titas drive severes illegal gas connections in Fatulla     |     

কেন বিসিবিতে তামিম, যা বললেন সিইও

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-08-20, 3:31pm

werwerwer-57478bdd6cc0d1aeef78b98f8f1a42201724146309.jpg




তামিম ইকবাল খেলার বাইরে অনেকদিন। জাতীয় দলের বাইরে আছেন এক বছরের বেশি সময় ধরে। ঢাকা প্রিমিয়ার লিগের পর তাকে দেখা যায়নি মাঠের ক্রিকেটে। তবে, গতকাল সোমবার (১৯ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আসেন তামিম। দেশসেরা ওপেনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আসার পেছনে বড় কারণ যুব ও ক্রীড়া উপদেষ্টা।

দায়িত্ব পাওয়ার পর অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ গতকাল প্রথমবার বিসিবিতে যান। সেখানে তার সঙ্গে ভালো সময় কেটেছে তামিমের। পুরো সময়টা উপদেষ্টার সঙ্গে থেকে তাকে বিভিন্ন জায়গা ঘুরে দেখান দেশসেরা ওপেনার।

তামিমের বিসিবিতে আগমন তুলেছে গুঞ্জন। কেউ বলছেন আবারও বাইশ গজে ফিরবেন তিনি। কারও অভিমত, তামিম বসবেন বিসিবির কোনো পদে। ক্রীড়া উপদেষ্টার পরিদর্শন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী সুজন। তিনি জানান, উপদেষ্টার আমন্ত্রণে তামিম এসেছেন। এর বাইরে কিছু জানা নেই।

বিসিবির সিইও বলেন, ‘তামিম কেন এসেছেন, তা নিয়ে কিছু বলতে পারব না। তিনি উপদেষ্টার সঙ্গেই ছিলেন। উপদেষ্টার সঙ্গে তার কথা হয়েছে। তবে, ঠিক কী কারণে তামিম এসেছেন, বিষয়টা আমি বলতে পারব না। আমি এই ব্যাপারে অবগত না।’