News update
  • Only battlefield fighters ‘FFs,’ others Associates: Adviser     |     
  • Trump presses for end to Russia-Ukraine war     |     
  • Sudan: MSF halts operations in famine-hit displacement camp     |     
  • US sides with Russia in UN resolutions on Ukraine     |     
  • Leaders of BNP, 7 other parties, journalists off to China     |     

সাকিব ইস্যুতে এবার মুখ খুললেন লিটন

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-08-27, 10:39am

ertretert-8ca1ce44e2e837929644fc371d12aedd1724733557.jpg




শেখ হাসিনা সরকারের পতনের পর গত ২২ আগস্ট রাতে সাকিবের নামে একটি হত্যা মামলা হয়। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের বিরুদ্ধে হত্যার নির্দেশদাতা হিসেবে হওয়া মামলায় বিস্মিত তার সতীর্থরাও। সেই সতীর্থদেরই একজন লিটন দাস। এমন মামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন এই ক্রিকেটার।

গতকাল সোমবার (২৬ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে লিটন লেখেন, ‘সাকিব আল হাসান, ছবিতে ব্যাটটা যেমন উঁচু আছে, মাথাটাও সব সময় উঁচুতেই থাকবে। ছবির মতো আমরা হাততালি দেব আপনাকে উঁচুতে উঠতে দেখে। সাকিব আল হাসান, আমার কাছে যিনি একজন পারফেক্ট টিমম্যান। সতীর্থ হিসেবে তার সাথে ড্রেসিংরুম ভাগ করা আমার ক্যারিয়ারের অন্যতম পাওনা। ক্রিকেটে যেকোনো জিজ্ঞাসায় সাকিব ভাই যেন উত্তরের ঝাঁপি খুলে আগে থেকেই তৈরি। ক্রিকেটের বাইরেও তিনি আমার কাছে বড্ড আপন।’

এর আগে, সাকিবকে নিয়ে স্ট্যাটাস দেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। মুশফিক লেখেন, ‘‘সাকিবকে বাঁ’হাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেয়ার রেকর্ড গড়ার জন্য অভিনন্দন। আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে, সাকিবের  মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পেরে আমি গর্বিত। একজন টিমমেট এবং ভাই হিসেবে, আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না, কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না। আমরা সবসময় তোমার পাশে আছি, বন্ধু।’এনটিভি