News update
  • Leaders of BNP, 7 other parties, journalists off to China     |     
  • Final notice issued to 2,046 factories to Operate ETPs      |     
  • Breast cancer cases projected to rise about 40% by 2050: WHO     |     
  • Amid shifting alliances, UNGA condemns Russia’s Ukraine War     |     
  • Unified Action Must to Revive Bangladesh’s Ailing Rivers: Rizwana     |     

দ্বিতীয় টেস্ট খেলতে কানপুরে পৌঁছাল বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-09-25, 6:45am

bd-bcb-ccf9d877e2f434391a5af9c00841127d1727225155.jpg




প্রথম টেস্টের ধাক্কা সামলে দ্বিতীয় টেস্টের জন্য তৈরি হচ্ছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষটি শুরু হবে আগামী ২৭ সেপ্টেম্বর। ম্যাচের ভেন্যু কানপুরে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পৌঁছেছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

সিরিজের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি বাংলাদেশ। হেরেছে ২৮০ রানের বড় ব্যবধানে। সফরকারীদের লক্ষ্য, শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানো। ইতোমধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‌্যাঙ্কিংয়েও পড়েছে হারের প্রভাব। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে তিন নম্বরে উঠে আসা বাংলাদেশ নেমে গেছে ছয়ে।

এদিকে, ম্যাচের আগে হুমকি পেয়েছে বাংলাদেশ দল। হিন্দু মহাসভা কানপুরে কর্মসূচি রেখেছে ম্যাচের দিন। আগে থেকেই হামলার হুমকি দেওয়া হিন্দু মহাসভা এবার হরতাল (ভারতীয় ভাষায় ‘বন্ধ’) ডেকেছে। গোয়ালিয়রে আগামী ৬ অক্টোবর ভারতের সঙ্গে টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে বাংলাদেশের। সেদিনই শহরটিতে হরতালে ঘোষণা দিয়েছে সংগঠনটি। এর আগে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সেখানেও কর্মসূচি রেখেছে তারা। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুসারে হিন্দু মহাসভার সহ-সভাপতি ড. জয়বীর ভরদ্বাজ জানিয়েছেন, যেকোনো মূল্যে তারা গোয়ালিয়রে ম্যাচ অনুষ্ঠিত হতে দেবে না।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু অবশ্য জানান, তারা সবরকম ব্যবস্থা নিয়ে রেখেছে। ইতোমধ্যে নিরাপত্তা বাড়ানো হয়েছে। চলছে পুলিশি মহড়া। ম্যাচের দিনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করবে প্রশাসন। হিন্দু মহাসভা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। এনটিভি নিউজ।