News update
  • 248 arrested, illegal nets seized in 6-day drive: River Police     |     
  • Children in Gaza ‘going to bed starving’ amid blockade     |     
  • Plague of rats, insects latest challenge for war-torn Gazans     |     
  • Guterres tells UNSC two-State option near point of no return     |     
  • 14-year-old Suryavanshi smashes record-breaking T20 century     |     

ব্যর্থ হয়ে ফিরলেন লিটনও, বিপাকে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-10-21, 12:02pm

img_20241021_120314-753b443e8b54ccf049148aac67f339681729490638.png




দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কিন্তু অধিনায়ক শান্তর এই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করেছে ব্যাটাররা। দিনের শুরুতেই ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪৫ রান তুলতে পেরেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ১৫ রান এবং মিরাজ ১ রানে ব্যাট করছেন।

সোমবার (২১ অক্টোবর) শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমেই ব্যর্থতার আভাস দেন শান্তরা। ইনিংসের দ্বিতীয় ওভারেই ৪ বল খেলে ০ রান করে আউট হয়ে যান ওপেনার সাদমান ইসলাম। দলীয় ৬ রানে প্রোটিয়া পেসার ওয়ান মুলদারের বলে দ্বিতীয় স্লিপে এইডেন মার্করামের হাতে ক্যাচ হন তিনি।

এক ওভার পরেই ৬ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন মুমিনুল হকও। দলের বিপর্যয়ে নাজমুল হোসেন শান্ত এসে থিতু হতে চাইলেও তিনি হতাশ করেছেন। নিরীহদর্শন বলে কেশব মহারাজের কাছে সহজ ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৭ রানে সাজঘরে ফেরেন তিনি।

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি মুশফিকুর রহিমও। ২০ বলে ১১ রান করে রাবাদার বলে বোল্ড আউট হন মুশফিকুর রহিম। ১৩ বলে ১ রান করে তাকে সঙ্গ দেন লিটন কুমার দাস। এতে দলীয় ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। আরটিভি