তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দিয়েছে আফগানিস্তান। জবাব দিতে নেমে শুরুটা ভালো না হলেও সৌম্য সরকার এবং নাজমুল হাসান শান্তর ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫৪ রান। নাজমুল হাসান শান্ত ১৯ বলে ১৭ রান এবং সৌম্য সরকার ৩৭ বলে ২৯ রানে ব্যাট করছেন।
বুধবার (৬ নভেম্বর) চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের তৃতীয় ওভারে ৫ বলে ৩ রান করে সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ তামিম। তবে শান্তকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার সৌম্য সরকার।
দুজনের ব্যাটে ভর করে ৯ ওভারেই দলীয় ফিফটি পূরণ করে টাইগাররা। পাওয়ার প্লেতে ৫৪ রান তোলেন শান্ত ও সৌম্য।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১০০ রানের আগে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল আফগানিস্তান। কিন্তু হাশমতুল্লাহ ও নবীর ব্যাটে দাঁড়ায় তারা। শেষদিকে ছন্দ হারালে ২৩৫ রানে অলআউট হয় আফগানরা। এতে ২৩৬ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। আরটিভি