News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

বোলিং নৈপুণ্যে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় টাইগারদের

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2024-12-18, 10:20am

c0c3e035d67fee45812ea4dc61216e0cb0a26291da2dc749-3299f741b637997f73df2231ebcceaac1734495647.jpg




১২৯ রানের স্বল্প পুঁজি নিয়েও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৭ রানে ক্যারিবীয়দের হারিয়েছে বাংলাদেশ। এ জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে মিরাজ-তাসকিনরা।

বুধবার (১৮ ডিসেম্বর) কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৮.৩ ওভারে ১০২ রান গুটিয়ে যায়।

বাংলাদেশের ব্যাটিংয়ের সময়েই বোঝা যাচ্ছিল উইকেট ব্যাট করার জন্য বেশ কঠিন। স্বল্প পুঁজি নিয়েই বাংলাদেশি বোলাররা জ্বলে ওঠেন। তৃতীয় ওভারেই জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। ৮ রান করা ব্রেন্ডন কিংকে ফেরান তিনি। ওভারের পঞ্চম বলে আন্দ্রে ফ্লেচারকেও লিটনের ক্যাচে পরিণত করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের রান তখন ১৯।

পরের ওভারে জ্বলে ওঠেন স্পিনার মেহেদী হাসানও। আগের ম্যচে বাংলাদেশের জয়ের নায়ক এই অফ স্পিনার ১৪ রান করা জনসন চার্লসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন।