চলমান বিপিএলের আগের থেকেই আলোচনায় দুর্বার রাজশাহী। নামে দুর্বার রাজশাহী হলেও বড় কোনো তারকা না থাকায় দর্শকদের কাছে পরিচিত দুর্বল রাজশাহী। ব্যাটিংয়ে এনামুল-ইয়াসিররা সামলে নিলেও বোলিংয়ে তাসকিনের সঙ্গ দেওয়ার কেউই নেই। এমনকি বিদেশি কোটাও পূরণ করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি।
তবে একজন বিদেশি বোলারের অভাব পূরণ করতে টুর্নামেন্টের মাঝ পথে কামিন্সকে দলে টেনেছে দুর্বার রাজশাহী। নামটা শুনে অনেকেই মনে করতে পারেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু না, রাজশাহী দলে নিয়েছে ক্যারিবিয়ান পেসার মিগুয়েল কামিন্সকে।
২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলেছেন মিগুয়েল কামিন্স। ১৪ টেস্ট আর ১১ ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে তার। টেস্টে ২৭ আর ওয়ানডেতে ৯ উইকেট আছে তার ঝুলিতে। আর শেষ স্বীকৃত ক্রিকেট খেলেছেন ২০২২ সালে।
সবশেষ খেলেছেন ভাইটালিটি ব্লাস্টের হয়ে। ভাইটালিটি ব্লাস্টে ৩ ম্যাচে ৫ উইকেট আর সিপিএলে ৮ ম্যাচে ১ উইকেটের পরিসংখ্যান নিয়ে বাংলাদেশে আসছেন তিনি। বিপিএলে চট্টগ্রাম পর্ব থেকে দলের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে তার।
সিলেট পর্ব শেষে ৬ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে ছয়ে রয়েছে দুর্বার রাজশাহী। চট্টগ্রাম পর্বে ৪টি ম্যাচ খেলবে এই ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে দেখা যাবে কামিন্সকে।
আগামী ১৬ তারিখ থেকে মাঠে গড়াবে চট্টগ্রাম পর্বের খেলা। বন্দরনগরীতে মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৩ জানুয়ারি খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্সের লড়াই দিয়ে শেষ হবে চট্টগ্রাম পর্ব।
এরপর আবারও ঢাকায় ফিরবে বিপিএল। ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি হবে লিগ পর্বের শেষ ১০টি ম্যাচ। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ৩ ফেব্রুয়ারি, দ্বিতীয় কোয়ালিফায়ার ৫ ফেব্রুয়ারি আর ৭ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিপিএলের। আরটিভি