News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

ভবিষ্যৎ নিয়ে কখনো কথা বলি না: পড়শী

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-01-14, 4:36pm

resize-350x300x1x0-image-254732-1736755338-2b8752266fd2ddaa4184a04ac451fcff1736850990.jpg




একটি রিয়েলিটি শোয়ের মাধ্যমে গান গেয়ে সর্বমহলে পরিচিত লাভ করেন সাবরিনা পড়শী। এরপর একে একে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট গান। দেখতে দেখতে গানে গানে পেরিয়ে গেছে তার ১৬ বছর। বর্তমানে স্টেজ শো ও নতুন নতুন গান নিয়ে বেশ ব্যস্ততা তার।

গানের পাশাপাশি অভিনয় নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। এসবের মাঝেই নতুন খবর জানা গেল। বিয়ের পিঁড়িতে বসেছেন এই সংগীতশিল্পী। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। রোববার (১২ জানুয়ারি) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন পড়শী।

জানা গেছে, গেল বছরের ৪ মার্চ বিয়ে হয়েছে তাদের। প্রায় এক বছর পর বিয়ের খবর প্রকাশ্যে এনেছেন পড়শী। আর বিয়ের পর এবার এ নিয়ে দেশের একটি গণমাধ্যমে খোলামেলা কথা বললেন তিনি।

নতুন জীবনে পা রেখে পড়শী বলেন, আলহামদুলিল্লাহ, সবার দোয়া কামনা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি চাই আমরা একজন আরেকজনের সঙ্গে যেন সারাজীবন চলতে পারি, হাতে হাত রেখে যেন চলতে পারি। সবার দোয়া ছাড়া তো এটা সম্ভব না। সবাই দোয়া করবেন যেন আমরা সুখে-শান্তিতে থাকতে পারি। সবাইকে ভালো রেখেই যেন নিজেরা ভালো থাকতে পারি।

এর আগে, পাত্র হামিম নীলয়ের সঙ্গে পরিচয়ের ব্যাপারে পড়শী জানান―এখন থেকে ১৫ বছর আগে ‘ক্ষুদে গানরাজ’ রিয়েলিটি শোর মাধ্যমে পরিচয় তাদের। তবে প্রেম বলতে যা বোঝায়, তাদের মধ্যে এ ধরনের কোনো সম্পর্ক ছিল না। জন্ম-মৃত্যু-বিয়ে আল্লাহর হাতে, এই ভাগ্যচক্রেই তারা একে অপরের জীবনে এসেছেন। আর সবটাই হয়েছে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী।

এদিকে ছোটবেলায় গানের মঞ্চ থেকে পরিচয় হওয়া মানুষকে জীবনসঙ্গী হিসেবে পাওয়া বিরল। এ ব্যাপারে পড়শী বলেন, আমি আগেও একবার ফিউচার প্ল্যান নিয়ে কথা বলেছিলাম, তখন বলেছিলাম জন্ম-মৃত্যু-বিয়ে, এই তিনটি তো আল্লাহর হাতে। আমি এই তিনটি বিষয়ে কখনো কথা বলি না। বিশেষ করে ভবিষ্যৎ নিয়ে কখনো কথা বলি না আমি।

তিনি বলেন, আমার কাছে যেটা মনে হয়, যা কিছু আল্লাহর হাতে তা আল্লাহর কাছেই ছেড়ে দেওয়া দরকার। এ নিয়ে মানুষ হিসেবে আমি বেশি কথা বলতে গেলে তা কেমন যেন হয়ে যায়। আমার কাছে মনে হয় এটা ঠিক না। এ কারণে আমি বলব আল্লাহ যেটা ভাগ্যে রেখেছিলেন সেটাই হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আমরা সুখী। আমরা একজন আরেকজনের সঙ্গে সুখী আছি।

পড়শী আরও বলেন, প্রতিটি মানুষেরই তো ব্যক্তিগত কিছু পরিকল্পনা থাকে। সেই প্ল্যান অনুযায়ী আমি চাচ্ছিলাম যে বিয়েটা তো জাস্ট নিকাহ পড়ানো, যা একদমই ব্যক্তিগত ব্যাপার; দুই পরিবারের ব্যাপার। আর আমরা তো তখনই জানাই যখন অনুষ্ঠান করবে সবাইকে দাওয়াত করি। আমাদের যেহেতু এখনো অনুষ্ঠান হয়নি, করার প্ল্যানে আছি আমরা। আমাদের প্ল্যান হচ্ছে আমরা যখন অনুষ্ঠান করব তখন ধীরে ধীরে ধাপে ধাপে সব করব। হ্যাঁ, এটা সত্য আমি মিডিয়াতে আছি। আমারও স্বপ্ন আছে। সেই জায়গা থেকে ওই ধাপে ধাপের জন্য সময় নিয়ে কাজ করছি। আমরা যখন অনুষ্ঠান করব তখন সবাইকে একটু একটু করে জানাব।

এদিকে, গেল বছর ইমরানের সঙ্গে পড়শীর দ্বৈত গান ‘কথা একটাই’ আলোচিত হয়। এ ছাড়া সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি। পবিত্র ঈদুল ফিতরে পড়শী প্রযোজিত নাটক দেখতে পারবেন দর্শকেরা। আরটিভি