News update
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     
  • Class X student brutally murdered in capital’s Banasree     |     
  • 'Bodycams' to be used at risky polling centres: IGP Baharul      |     
  • 7,359 people killed in road accidents in 2025: Road Safety Foundation     |     

পাকিস্তানকে হারানোর ম্যাচে শচীনের বিশ্বরেকর্ড ভাঙলেন কোহলি

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-02-24, 7:25am

wrewr35-64446c7f6349df761e71dc6d0a33382b1740360309.jpg




চ্যাম্পিয়নস ট্রফির হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানে হারিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে ভারত। পাকিস্তানের দেওয়া ২৪১ রানের জবাবে ব্যাট করতে নেমে সেঞ্চুরি তুলে নিয়েছেন বিরাট কোহলি। এ ছাড়াও আরও একটি মাইলফলক ছুঁয়েছেন এই কিংবদন্তি ব্যাটার।

এতদিন ওয়ানডেতে দ্রুততম ১৪ হাজার রানের রেকর্ড ছিল শচীন টেন্ডুলকারের দখলে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ব্যাট করতে নেমে সেই রেকর্ড ভেঙে নিজের করেছেন কোহলি। তার বর্তমান রান ১৪ হাজার ৮৫ রান।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ব্যাটিংয়ে নামার সময় কোহলির ওয়ানডে রানসংখ্যা ছিল ১৩ হাজার ৯৮৫। মাইলফলক থেকে ১৫ রান দূরে থেকে উইকেটে আসেন তিনি। দেখে-শুনে খেলে ইনিংসের ১৩তম ওভারেই সেই মাইলফলকে পৌঁছে যান। এরপর ১১১ বলে সেঞ্চুরি তুলে দলকে জিতিয়ে মাঠে ছেড়েছেন তিনি।

২৮৭ ওয়ানডে ইনিংসে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন কোহলি। আর শচীন এই মাইলফলক ছুঁতে খেলেছিলেন ৩৫০ ইনিংস। অর্থাৎ শচীনের চেয়ে ৬৩ ইনিংস কম খেলেই ১৪ হাজারের ক্লাবে প্রবেশ করলেন কোহলি।

এই তালিকায় শচীনের পরই আছেন কুমারা সাঙ্গাকারা। লঙ্কান এই কিংবদন্তির মাইলফলক ছুঁতে লেগেছে ৩৭৮ ইনিংস। এই তিনজন ছাড়া ১৪ হাজার রান নেই ওয়ানডে ইতিহাসে আর কারও।

এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ৫০ সেঞ্চুরির রেকর্ডও কোহলির। ২০২৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০তম সেঞ্চুরিটি করে তিনি ছাড়িয়ে যান শচীনকে। পাকিস্তানের বিপক্ষে এই সেঞ্চুরিটি ছিল ৫১তম। আরটিভি