News update
  • Israeli Aggression against Qatar, Extension of Crimes against Palestine     |     
  • No place is safe in Gaza. No one is safe     |     
  • Stocks fail to recover despite slight gains in Dhaka, Ctg     |     
  • BB Purchases $353m in Dollar Auction to Stabilise Taka     |     
  • Promoting social inclusion of disabled persons thru empowerment     |     

স্পট ফিক্সিং বিতর্কের মাঝেই ঢাকা ক্যাপিটালসের বিশেষ বিবৃতি

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-08-19, 3:34pm

ba3de9f58b016f351ef8455e5bc6c1ecc6b85f7b0873ca94-dab1e3287dc7ba11339abfd5857d25d01755596055.jpg




আবারও বিপিএলে স্পট ফিক্সিং বিতর্ক! বিপিএলের স্পট ফিক্সিং তদন্তে বিসিবি গঠিত তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি আগামী সপ্তাহখানেকের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে। তিন ফ্র্যাঞ্চাইজির মধ্যে রয়েছে ঢাকা ক্যাপিটালস। স্পট ফিক্সিং বিতর্কের মাঝেই মঙ্গলবার (১৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিশেষ বার্তা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্যাপিটালসের বিবৃতিতে বলা হয়েছে, ‘বিসিবির স্বাধীন তদন্ত কমিটির সঙ্গে আমরা শুরু থেকেই ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছি এবং তাঁরা যখন যে তথ্য চেয়েছেন, আমরা সব সময় তা সরবরাহ করেছি। তদন্তপ্রক্রিয়ায় আমরা পূর্ণ সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও করব। আমরা ইনকোয়ারি কমিটিকে স্পষ্টভাবে জানিয়েছি যে যদি কোনো খেলোয়াড় বা স্টাফের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়, তবে আমরা নিজেরাই সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু প্রমাণ ছাড়া সরাসরি ম্যানেজমেন্টের ওপর দায় চাপানো আমাদের এবং আমাদের পার্টনারদের জন্য গভীরভাবে সম্মানহানিকর।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘স্পট ফিক্সিং যেহেতু ব্যক্তিপর্যায়ের বিষয়, কোনো ক্রিকেটার এর সাথে জড়িত কি না, সে বিষয়ে আমাদের পূর্ব থেকে অবগত থাকার সুযোগ নেই। ঢাকা ক্যাপিটালস অতীতেও দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। আমরা সততা, স্বচ্ছতা এবং ফেয়ার প্লেতে বিশ্বাসী। তরুণ ও প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশে আমরা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। ইনশা আল্লাহ, একদিন আমরা আমাদের সমর্থকদের বিপিএল শিরোপার আনন্দ উপহার দেব।’

ফারুক আহমেদ সভাপতি থাকাকালীন বিপিএলের ফিক্সিংয়ের অভিযোগ খতিয়ে দেখতে ৩ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করে বিসিবি। গত আসরেই ৩৬টি সন্দেহজনক ঘটনা পেয়েছে তারা। ৩টি ফ্র্যাঞ্চাইজির ফিক্সিংয়ে জড়িত থাকার বিষয়টি নাকি নিশ্চিত হয়েছে ঐ কমিটি। প্রাথমিক তদন্তে নাম এসেছে ১০-১২ জন ক্রিকেটারেরও। সবশেষ শ্রীলঙ্কা সফরের দলে থাকা একজনের নামও নাকি আছে ঐ তালিকায়। স্বাধীন তদন্ত কমিটি ২৫ আগস্টের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে।