News update
  • Inflation Dips to 8.29% in August, Lowest in 3 Years     |     
  • Eminent writer Badruddin Umar passes away     |     
  • Dhaka’s air recorded ’moderate’ Sunday morning     |     
  • Clashes in Hathazari over FB post; Section 144 imposed     |     
  • Total Lunar Eclipse to Be Visible Sunday Night     |     

টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-09-02, 6:22am

bangladesh-b47bc9c3971a24ddbbfd211d7b6922271756772520.jpg




প্রাপ্তির সঙ্গে প্রত্যাশার মেলবন্ধন ঘটেছে। এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার যে চ্যালেঞ্জ, তা দারুণভাবে পার করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন বোলাররা। ব্যাটারদের দায়িত্ব ছিল হাল ধরে রেখে তরীটাকে জয়ের বন্দরে ভেড়ানো। সেই কাজে কোনো ভুল করেননি তানজিদ হাসান তামিম-লিটন দাসরা। দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্বিতীয় ম্যাচেও জয় নিশ্চিত করেছেন তারা। এতে ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ।

সোমবার (১ সেপ্টেম্বর) প্রথমে ব্যাট করতে নেমে ১৭.৩ ওভারে ১০৩ রান তুলতেই গুটিয়ে যায় নেদারল্যান্ডস। জবাব দিতে নেমে ১৩.১ ওভারে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ৯ উইকেটের বড় জয় তুলে নেয় লিটন দাসের দল।

রান তাড়ায় নেমে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকে বাংলাদেশ। ব্যাটিংয়ে সাফল্য ধরে রেখে উদ্বোধনী জুটিতে ৪০ রান যোগ করেন দুই ওপেনার তামিম আর ইমন। ২১ বলে ২৩ রান করে ইমন ফিরলে ভাঙ্গে সেই জুটি। তবে এরপর আর কোনো উইকেটের পতন হতে দেননি তিনে নামা ওপেনার লিটন দাস আর তামিম।

দ্বিতীয় উইকেটে অপরাজিত ৬০ রানের জুটিতে জয় তুলে নেন এই দুজন। এর মাঝে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ষষ্ঠ হাফসেঞ্চুরি তুলে নেন তামিম। শেষ পর্যন্ত ৪০ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন তিনি। ৪ চার আর ২ ছক্কায় সাঁজানো ছিল তামিমের ইনিংস। আর ১৮ বলে ১৮ রানে অপরাজিত ছিলেন লিটন।

এর আগে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন অধিনায়ক লিটন দাস। অধিনায়কের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে শুরু থেকেই ডাচদের চেপে ধরেন টাইগার বোলাররা। নিয়মিত বিরতিতে তুলে নেন উইকেট।

পুরো ইনিংসে মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পেরেছেন। ওপেনার বিক্রমজিৎ সিং খেলেন ১৭ বলে ২৪ রান। ডাচদের ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস। এর বাইরে কেবল আর দুজন ব্যাটার দুই অঙ্কের ঘর ছুঁতে পেরেছেন। ১৭ বলে ১২ রান করেন শারিজ আহমেদ।

এক সময় ১০০ রান পেরোনোর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল নেদারল্যান্ডস। সেখান থেকে ব্যাটহাতে লড়াকু ইনিংস খেলে কোনোমতে ১০০ পার করেন আরিয়ান দূত। তার ২৪ বলে ৩০ রানের ইনিংসে ১০৪ রানের পুঁজি দাঁড় করায় সফরকারীরা।

সংক্ষিপ্ত স্কোর

নেদারল্যান্ডস: ১৭.৩ ওভারে ১০৩/১০ (ও’ডাউড ৮, বিক্রমজিৎ ২৪, তেজা ০, এডওয়ার্ডস ৯, শারিজ ১২, নোয়াহ ২, সিকান্দার ২, কেইল ৪, ভ্যান ম্যাকিরিন ৩, আরিয়ান ৩০, ড্যানিয়েল ২*; মাহেদী ৩.৩-০-২৪-১, তাসকিন ৪-০-২২- ২, নাসুম ৪-০-২১-৩, তানজিম ৩-০-১৬-১, মোস্তাফিজ ৩-০-১৮-২)

বাংলাদেশ: ১৩.১ ওভারে ১০৪/১ (ইমন ২৩, তামিম ৫৪*, লিটন ১৮*; আরিয়ান ৪-০-১৪-০, কেইল ২.১-০-২০-১, ভ্যান ম্যাকিরিন ৩-০-২৮-০, ড্যানিয়েল ২-০-১৩-০, ও’ডাউড ২-০-২৬-০)

ফল : বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।