বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ও ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সমতায় ফিরেছে ইংল্যান্ড।
প্রথম ওয়ানডেতে ২৯২ রানের বড় সংগ্রহ তুলে ৮৭ রানে জিতে প্রথম জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটে ২৭৩ রান করতে সক্ষম হয়। ডিউসন লুইস মেথড অনুযায়ী ইংল্যান্ডকে ৪৭ ওভারে ২৭১ রান করতে হয়েছিল। শেষ পর্যন্ত ইংল্যান্ড ২৩ বল হাতে রেখে ৪ উইকেটে লক্ষ্য পূর্ণ করে জয় নিশ্চিত করে।
এ জয়ের ফলে সিরিজটি দুই ম্যাচের পর ১-১ ব্যবধানে সমতায় এসেছে। সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর।
ব্যক্তিগত পারফরম্যান্সের মধ্যে রিজান হোসেন আজ হাফসেঞ্চুরি করেন; ৫৭ বলে ৭ চারের সাহায্যে ৫৭ রান করেন। রিফাত বেগ ৫১ রানে অর্ধশতক অর্জন করেন। এ ছাড়া আজিজুল হাকিমের ব্যাট থেকে আসে ৪৪ বলে ৪১ রান। ইংল্যান্ডের পক্ষে জেমস মিন্টো নেন ৩ উইকেট, ২টি করে উইকেট নেন ম্যানি লামসদেন ও জে এ নেলসন।
লক্ষ্য তাড়ায় ইংল্যান্ডের জয়ের নায়ক হন ইসাক মোহাম্মদ। ৯৫ বলে ১০৪ রানের ইনিংসে তিনি দলকে জয় উপহার দেন। এ ছাড়া জোসেফ মুরস ৪৭, নেলসন ৩৫, বেন মায়েস ৩০, রালফি আলবার্ট ১৫, থমাস রিউ ১৪ ও উইল বেনিসন ১২ রান করেন।
বাংলাদেশের পক্ষে সামিউন বশির ১০ ওভারে ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন। ফাহাদ, ফারান শারিয়ার ও আল-আমিন এক একটি উইকেট নেন। আগের ম্যাচে ভালো পারফরম্যান্স দেখানো সামিউন বশির আজও দলের জন্য কার্যকর ভূমিকা রাখেন।আরটিভি