News update
  • Prof Yunus Calls for People-Centered Democracy in Bangladesh     |     
  • Record 676 Million Women Exposed to Deadly Conflicts     |     
  • UN Renews Push for Global Elimination of Nuclear Arms     |     
  • Don't leave healthcare to profit-driven actors: Prof Yunus     |     
  • Key issues that Prof Yunus may raise in UNGA speech Friday     |     

সিমন্সের চোখে ম্যাচ হারের বড় কারণ ক্যাচ মিস

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-09-26, 12:11pm

reterte-df96d2ea54e7393404ee4481ba3e683e1758867073.jpg




চলমান এশিয়া কাপের ফাইনালের খুব কাছে থেকে ফিরতে হয়েছে বাংলাদেশ দল। অঘোষিত সেমিফাইনালে পাকিস্তানের দেওয়া মাত্র ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে পারেনি টাইগাররা। তবে ম্যাচ হারের পিছনে ব্যাটিং ব্যর্থতা নয়, ফিল্ডিংয়ের সময় একাধিক ক্যাচ মিস করাকেই দায়ী করেছেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স।

পাকিস্তানের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে বারবার পাকিস্তানি ব্যাটারদের জীবন দিয়েছেন বাংলাদেশের ফিল্ডাররা। শাহীন আফ্রিদি থেকে শুরু করে মোহাম্মদ নাওয়াজ প্রত্যেকেই একাধিক জীবন পেয়েছেন।

এ নিয়ে সিমন্স বলেন, আমরা তাদের চাপে রেখেছিলাম, আমার স্কোর মনে নেই, কিন্তু আপনি... যখন সে আসল, তার ক্যাচ ছাড়লেন, এরপর সে দুটি বড় ছক্কা মারল। আমরা নাওয়াজের ক্যাচ ছাড়লাম। নাওয়াজ তারপরেও ১৮ বা ১৯ রানের মতো কিছু করেছিল। তাই, আমি মনে করি সেখানেই খেলাটা বদলে গিয়েছিল কারণ এর আগে, যেমনটা আপনি বলেছেন, আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে সাইড স্ট্রেইনের চোটে পড়েছিলেন লিটন দাস। এরপর তিনি খেলতে পারেননি পাকিস্তানের বিপক্ষেও। তার না থাকাকেও বড় করে দেখছেন তিনি।

টাইগার কোচ বলেন, আমি মনে করি লিটনের অনুপস্থিতি (বড় পার্থক্য গড়ে দিয়েছে), সে যে ফর্মে আছে... সেটা আমাদের ব্যাটিংয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি আগেই বলেছি, আমাদের অন্য কিছু দলের মতো ততটা গভীরতা নেই।

পাকিস্তানকে ১৩৫ রানে আটকে দিয়েও জিততে পারেনি বাংলাদেশ। এর আগের ম্যাচে ভারতকে ১৬৮ রানে বেধে ফেলেও হারতে হয়েছিল টাইগারদের। তারপরও ব্যাটারদের নিয়ে খুশি ফিমন্স।

তার ভাষ্য, আমাদের ব্যাটসম্যানরা ভালো শুরু করেছে এবং আমরা এক ম্যাচে ৬০ রান পেয়েছি, অন্যটিতে চল্লিশের বেশি কিছু পেয়েছি। তাই, এটা... এটা ছয় ওভারে একটা ভালো শুরু পাওয়া এবং নিশ্চিত করা যে আমরা ছয় ওভার ঠিকমতো ব্যবহার করছি, সেই ব্যাপার।আরটিভি