বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল আফগানিস্তান। একটা সময় মনে হচ্ছিল বড় পুঁজি গড়বে রশিদ-নবিরা। কিন্তু মাঝের দিকে দুর্দান্ত কামব্যাক করেছিল টাইগার বোলাররা। তবে শেষদিকে নবির মারকুটে ব্যাটিংয়ে ভর করে ২৯৩ রানের বিশাল পুঁজি পায় আফগানিস্তান।
মঙ্গলবার (১৪ অক্টোবর) টস জিতে ব্যাট করতে নেমে আফগানদের উড়ন্ত শুরু এনে দেন রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। দুজনের ব্যাটে ভর করে ৯৯ রান তোলে আফগানিস্তান। ৪৪ বলে ৪২ রান করে গুরবাজ আউট হলেও ৬১ বলে নিজের ফিফটি তুলে নেন জাদরান।
তিনে ব্যাট করতে নেমে জাদরানকে ভালো সঙ্গ দেন সেদিকুল্লাহ আতাল। দুজনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে এগোতে থাকে আফগানরা। ৩২তম ওভারে সাইফকে বোলিংয়ে আনেন মিরাজ। সেই ওভারেই দলকে ব্রেক থ্রু এনে দেন তিনি।
৪৭ বলে ২৯ রান করে আউট হন সেদিকুল্লাহ। এক ওভার পরে বোলিংয়ে এসে হাশমতুল্লাহ শাহিদীকে সাজঘরে ফেরেন সাইফ। এতে খেলায় ফেরে টাইগাররা। কিন্তু অপর প্রান্ত আগলে রেখে সেঞ্চুরির পথে এগোতে থাকে জাদরান।
কিন্তু ৯৫ রানের পর রান আউটে কাটা পড়েন এই তারকা ব্যাটার। এরপর আলিখিলকে বোল্ড করে ফেরান সাইফ। এতে ১৫ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানিস্তান।
এরপর দলের হাল ধরার চেষ্টা করেন আজমতুল্লাহ ওমরজাই। কিন্তু ২১ বলে ২০ রান করে ফেরেন তিনি। ৬ বলে ৮ রান করে তাকে সঙ্গ দেন রশিদ খান। ৪৮তম ওভারের চতুর্থ বলে নানগেওয়ালিয়া খারোতেকে (১০) এবং পরের বলে গাজানফারকে বোল্ড আউট করেন হাসান মাহমুদ।
শেষদিকে রান তুলতে থাকেন মোহাম্মদ নবি। নাহিদ রানা হয়ে প্রক্সি দিতে এসেছে টানা তিনটি ছক্কা হজম করেন মিরাজ। ৩৫ বলে ফিফটি তুলে নেন নবি। শেষ পর্যন্ত নবির ৩৭ বলের অপরাজিত ৬২ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ২৯৩ রানের বড় পুঁজি পায় আফগানিস্তান।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন সাইফ হাসান। এ ছাড়াও তানভীর ইসলাম ও হাসান মাহমুদ দুটি করে এবং এক উইকেট নেন মেহেদী হাসান মিরাজ।