News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

যে কারণে হংকংয়ে খেলতে যেতে পারলেন না সাইফউদ্দিন

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-11-05, 12:53pm

wrewtertert-f471df38b72d079c4e0f72b7f05054031762325611.jpg




হংকং সিক্সেস ২০২৫ টুর্নামেন্টে অংশ নিতে পারছেন না বাংলাদেশের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। গোড়ালির ইনজুরির কারণে শেষ মুহূর্তে দল থেকে ছিটকে গেছেন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গেল সপ্তাহে এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছিল। আকবর আলির নেতৃত্বে ৭ থেকে ৯ নভেম্বর হংকংয়ের রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ছয়-সাইড ফরম্যাটের এই জনপ্রিয় প্রতিযোগিতা।

বিসিবির নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, চট্টগ্রামে অনুশীলনের সময় গোড়ালিতে চোট পান সাইফউদ্দিন। চিকিৎসকরা জানিয়েছেন, ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে তার অন্তত এক সপ্তাহ সময় লাগবে। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী দলের সঙ্গে যেতে পারেননি এই পেস অলরাউন্ডার।

তার জায়গায় শেষ মুহূর্তে দলে যোগ দিয়েছেন হাবিবুর রহমান সোহান। তিনি দলের সঙ্গে গতকাল রাতেই হংকংয়ের উদ্দেশে দেশ ত্যাগ করেছেন।

২০০২ সালে শুরু হওয়া হংকং সিক্সেস টুর্নামেন্টটি একসময় নিয়মিত আয়োজিত হতো। ২০১৭ সালে বিরতির পর আবার মাঠে ফেরে এই প্রতিযোগিতা। গত আসরে বাংলাদেশ দারুণ পারফরম্যান্স দেখিয়ে সেমিফাইনাল খেলেছিল। টানা দ্বিতীয় বছরের মতো অংশ নিচ্ছে এবার আকবর আলির দল।আরটিভি