News update
  • Dhaka updates noise pollution rules to curb rising sound levels     |     
  • Unpacking COP30’s Politically Charged Belém Package     |     
  • 2 tons of banned plastic bags seized in Faridpur     |     
  • A woman or girl killed every 10 minutes, UN report finds     |     
  • Cracks appear at newly built Secretariat building after quake     |     

টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ

গ্রীণওয়াচ ডেস্ক ক্রিকেট 2025-11-26, 8:48am

995346fd5bb98c76b3ffa86e00da176016e8aeced03e62de-e8b896d544349d3e9cc442ca4a7f39711764125284.jpg




ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপের আসর। আসন্ন বিশ্বকাপের জন্য গ্রুপ ও সূচি প্রকাশ করেছে করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সূচি অনুযায়ী বাংলাদেশ আছে ‘সি’ গ্রুপে। দুই স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কা যথাক্রমে গ্রুপ ‘এ’ ও গ্রুপ ‘বি’ তে আছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গে বাকি তিন দল হলো নেদারল্যান্ডস, নামিবিয়া এবং যুক্তরাষ্ট্র। বলতে গেলে তুলনামূলক অনেক সহজ গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। 

বাংলাদেশের গ্রুপে আছে দুই টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। বাকি দুই দল হলো নেপাল ও ইতালি।

২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিশ্বকাপের খেলা। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেনসে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া বিশ্বকাপের প্রথম দিনে আলাদা ম্যাচে মাঠে নামবে ভারত ও পাকিস্তান।

কলকাতায় বাংলাদেশ আরও দুটি ম্যাচ খেলবে। ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে এই মাঠে খেলবে বাংলাদেশ। ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের মাঠে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে। 

ভারত গ্রুপ পর্বের প্রথম ম্যাচ খেলবে মুম্বাইয়ে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে। একই দিনে পাকিস্তান খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে, কলম্বোর মাঠে। দ্বিতীয় দিনে কলম্বোয় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। একই দিন ইংল্যান্ড ও নেপাল এবং নিউজিল্যান্ড ও আফগানিস্তান মাঠে নামবে। 

টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হবে ২০ ফেব্রুয়ারি, অস্ট্রেলিয়া এবং ওমানের ম্যাচ দিয়ে।  আসরে অংশ নেওয়া ২০ দলকে চার গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের সেরা দুই দল সুপার এইটে অংশ নেবে। সেখান থেকে সেরা চারটি দল খেলবে সেমিফাইনালে। 

অন্যদিকে ভারতের মাটিতে টুর্নামেন্টের কোনো ম্যাচ খেলবে না পাকিস্তান। ৮ মার্চ টি-২০ বিশ্বকাপের ফাইনাল হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তবে পাকিস্তান ফাইনালে গেলে সে ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কলম্বোয় মাঠে। 

টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ দুটি রাখা হয়েছে যথাক্রমে আহমেদাবাদ ও কলকাতার স্টেডিয়ামে। তবে পাকিস্তান সেমিফাইনালে উঠলে তাদের ম্যাচটি হবে শ্রীলঙ্কায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক হলেও গ্রুপ পর্বের ৩৭ ম্যাচের মধ্যে মাত্র ১০টি আয়োজন করবে শ্রীলঙ্কা। এর মধ্যে পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ আছে চারটি, আর নিজেদের ম্যাচ আছে চারটি। 

টি-২০ বিশ্বকাপের গ্রুপ: 

গ্রুপ ‘এ’: ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র। 

গ্রুপ ‘বি’: শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমান। 

গ্রুপ ‘সি’: বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।  

গ্রুপ ‘ডি’: দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান, আরব আমিরাত, কানাডা।