
কিছুদিন আগেই ঘরের মাঠে টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ দল। আয়ারল্যান্ড সিরিজের শুরুটাও ভালো হয়নি, তারপরও ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে ১১৭ রানের লক্ষ্য দিয়েছে আইরিশরা। এই ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।
মঙ্গলবার (২ ডিসেম্বর) টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল আয়ারল্যান্ড। প্রথম ৪ ওভারেই ৩৮ রান তুলে নেয় তারা। কিন্তু ১০ বলে ১৭ রান করে টিম টেক্টর আউট হলে ছন্দ হারায় আইরিশরা।
এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি হ্যারি টেক্টরও। ৬ বলে ৫ রান করে ফেরেন তিনি। দলীয় ১ রান যোগ না হতেই লেব বিফোরের ফাঁদে পড়েন লরকান ট্যাকার (১)। এতে ৫১ রানে ৩ উইকেট হারায় আইরিশরা।
কিন্তু অপর প্রান্ত আগলে ব্যাট চালাতে থাকেন পল স্ট্রালিং। তবে আইরিশদের বিপক্ষে এদিন নিজের ভয়ংকর রূপ দেখান রিশাদ হোসেন। দশম ওভারের শেষ কার্টিস ক্যাম্ফারকে বোল্ড আউট করার পর ১২তম ওভারে এসে পল স্ট্রালিংকেও ঘরে ফেরান তিনি।
এক ছক্কা ও ৫ বাউন্ডারিতে ২৭ বলে ৩৮ রান করেছেন স্ট্রালিং। নিজের শেষ ওভারে এসে ১২ বলে ১০ রান করা গ্যারেথ ডেলানিকেও তুলে নেন রিশাদ।
এরপর মার্ক অ্যাডওয়ার (৮), ম্যাথু হামফ্রেস (১) ও ডকরেল ২৩ বলে ১৯ রান করে আউট হন। শেষ দিকে হোয়াইট ৫ রান করে আউট হলে ১১৭ রানে অলআউট হয় আইরিশরা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। এ ছাড়াও শরিফুল ইসলাম দুটি, শেখ মাহেদী ও সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।আরটিভি