News update
  • Fourth Palestinian baby freezes to death in Gaza amid winter crisis     |     
  • Prof Yunus to focus on digital health, youths, ‘Three Zeros’     |     
  • Who’re back in the race? EC clears 58 candidates for Feb polls     |     
  • 8 workers burnt in N’gan Akij Cement factory boiler blast     |     
  • Ex-Shibir activist shot dead in Fatikchhari     |     

দক্ষিণ কোরিয়ায় নতুন করে ১৯ হাজার ২৯৮ জন করোনায় আক্রান্ত

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-22, 5:48pm




দক্ষিণ কোরিয়ায় শনিবার নতুন করে ১৯ হাজার ২৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। 
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৭৯ লাখ ৫৭ হাজার ৬৯৭ এ। স্বাস্থ্য কর্তৃপক্ষ রোববার এ কথা জানায়। 
দেশটিতে দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে। এর একদিন আগে এ সংখ্যা ছিল ২৩ হাজার ৪৬২ । 
কোরিয়া ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এজেন্সি (কেডিসিএ) এ কথা জানিয়ে বলেছে, সংক্রমণে নতুন করে আরো মারা গেছে ৫৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৯৬৫ এ। 
দেশটির মোট জনসংখ্যার ৮৬.৯ শতাংশ লোক টিকার দুটি ডোজই গ্রহণ করেছে। বুস্টার ডোজ নিয়েছে ৬৪.৮ শতাংশ লোক। তথ্য সূত্র বাসস।