News update
  • Israeli Aggression against Qatar, Extension of Crimes against Palestine     |     
  • No place is safe in Gaza. No one is safe     |     
  • Stocks fail to recover despite slight gains in Dhaka, Ctg     |     
  • BB Purchases $353m in Dollar Auction to Stabilise Taka     |     
  • Promoting social inclusion of disabled persons thru empowerment     |     

নদী ও সমুদ্রের পানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে গবেষণা করে ব্যবস্থা নেয়ার সুপারিশ

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-05-23, 7:30am




বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বিদ্যুৎ আমদানির পাশাপাশি দেশে নদীর স্থির পানি ও সমুদ্রের পানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে গবেষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে রবিবার  সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা  হয়।  
কমিটির সদস্য  মোঃ আবু জাহির, মোঃ নূরুল ইসলাম তালুকদার, মোঃ আছলাম হোসেন সওদাগর, মোছাঃ খালেদা খানম এবং নার্গিস রহমান  সভায় অংশগ্রহণ করেন।
সভায় কমিটির ২৪তম বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করে এবং ২৪তম বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহ সরকারি বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলোর বিগত ৩ (তিন) বছরের অডিট রিপোর্টসহ আয়-ব্যয় ও লাভ-ক্ষতির তুলনামূলক চিত্র নিয়ে আলোচনা করা হয়। এছাড়া  ইভি যানবাহনের জন্য চার্জিং স্টেশন নির্মাণ পলিসি দ্রুত প্রণয়ন এবং ইভি যানবাহনের উপকারিতার বিষয়টি চার্ট আকারে প্রস্তুত করে সচেতনতা বৃদ্ধি করা, এবং  প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মিনিগ্রীড এলাকার গ্রাহকগণ যাতে গ্রীড এলাকার গ্রাহকের ন্যায় সমমূল্যে বিদ্যুৎ সুবিধা পায় সে বিষয়ে অগ্রগতি সম্পর্কে বিস্তাারিতভাবে উপস্থাপন করা হয়।
নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানি প্রক্রিয়ার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে এবং বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) এর কার্যক্রম ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় এর ভূমিকা সম্পর্কে  সভায়  আলোচনা করা হয়।
সভায় প্রতিটি চলমান প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে রিপোর্ট প্রতি বৈঠকে উপস্থাপনসহ প্রকল্প সমাপ্তিতে প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির সর্বশেষ রিপোর্ট বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নিকট উপস্থাপনের সুপারিশ করা হয়। 
বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিবসহ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার প্রধানগণ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায়  উপস্থিত ছিলেন। তথ্য সূত্র বাসস।