News update
  • A Day of People-Centered Food System Storytelling!     |     
  • No evidence of postal ballot irregularities found: EC Sanaullah     |     
  • Bangladesh Bank injects Tk 9,178 crore to ease liquidity strain     |     
  • No LPG Shortage Expected During Ramadan: BERC Chairman     |     

সিলেটের বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর সহায়তা

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-06-20, 7:10am




সিলেটে ভারি বর্ষণের ফলে সৃষ্ট স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনী পর্যবেক্ষণ, ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে।

‘ইন এইড টু সিভিল পাওয়ার ’ এর আওতায় জাতীয় যেকোন দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের ধারাবাহিকতায় বাংলাদেশ বিমান বাহিনী সিলেটের বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করে।

রোববার বাংলাদেশ বিমান বাহিনীর একটি  এডবিউø -১৩৯ সার্চ এন্ড রেসকিউ  হেলিকপ্টারের মাধ্যমে সিলেট ও সুনামগঞ্জ এর  জামালগঞ্জ, সুনামগঞ্জ সদর, তাহেরপুর এবং দিরাই এলাকার পানিবন্দী লোকজনের মধ্যে ত্রাণ বিতরণে সহায়তা করে।

এর আগে একটি এমআই ১৭১ এসএইচ হেলিকপ্টারের মাধ্যমে পর্যবেক্ষণ মিশন (আর ইসিসিই)  পরিচালনা করা হয়েছে। এছাড়াও, যেকোন সময় ত্রাণ সামগ্রী বিতরণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য মৌলভীবাজারে অবস্থিত বিমান বাহিনী স্টেশন শমশেরনগরে বাংলাদেশ বিমান বাহিনীর ২ টি হেলিকপ্টার ও ১ টি পরিবহণ বিমান প্রস্তুত রাখা হয়েছে। তথ্য সূত্র বাসস।