News update
  • Tarique Rahman returns home amid rapturous reception     |     
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     
  • Tarique Calls for United Effort to Build a Safe Bangladesh     |     
  • Tarique leaves for 300 feet area from airport     |     
  • BNP top leaders welcome Tarique Rahman on homecoming     |     

ঢাকা বিভাগে ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত

খবর 2021-07-31, 1:48pm

Food. Rice grains (IRRI). Creatice Commons



ঢাকা, ৩০ জুলাই: করোনা ভাইরাস মহামারির প্রেক্ষিতে মানবিক সহায়তা হিসেবে সরকারের পক্ষ হতে দেশব্যাপী ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। গতকাল ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় এ কার্যক্রম পরিচালিত হয়েছে।

ঢাকা জেলার ঢাকা উত্তর সিটি করপোরেশন ত্রাণ হিসেবে ১০ লাখ টাকা নগদ এবং ১০ হাজার মেট্রিক টন চাল এবং দক্ষিণ সিটি করপোরেশন ১০ লাখ টাকা নগদ এবং ১০ হাজার মেট্রিক টন চাল বিতরণ করে। এছাড়া তেজগাঁও এলাকায় ৫ লাখ টাকা নগদ এবং ৬৩ হাজার ৬০০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।

নরসিংদী  জেলায় ত্রাণ হিসেবে ১ লাখ ৭ হাজার ৫০০ মেট্রিক টন চাল এবং ভিজিএফ কার্ডের মাধ্যমে ১ হাজার ৩৭৬ দশমিক ৫৯০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কলের মাধ্যমে ৯২৩টি পরিবার ও ৪ হাজার ৬১৫ জনকে  আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শরীয়তপুর জেলায় ৯৫০টি পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল এবং ৩৩৩ কলের মাধ্যমে ৩টি পরিবারকে সহায়তা প্রদান করা হয়। 

মুন্সিগঞ্জ জেলায় ত্রাণ হিসেবে ৫ লাখ টাকা নগদ এবং ১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।  ভিজিএফ কার্ডের মাধ্যমে ৬২৩ দশমিক ১৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কলের মাধ্যমে ৩৭টি পরিবার ও ১০৮ জন লোকের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ফরিদপুর জেলায়  ত্রাণ হিসেবে ১৭ হাজার মেট্রিক টন চাল বিতরণ করা হয়।

কিশোরগঞ্জ জেলায় ত্রাণ হিসেবে ১ লাখ টাকা নগদ এবং ১০ হাজার মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এছাড়া ভিজিএফ কার্ডের মাধ্যমে ১১০০ দশমিক ৩১০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। ৩৩৩ কলের  মাধ্যমে ৪৮২টি পরিবার ও ২ হাজার ৪১০ জনকে আর্থিক সহায়তা প্রদান  করা হয়।

সংশ্লিষ্ট  জেলার  জেলা তথ্য অফিসসমূহ ঢাকা বিভাগীয়  তথ্য অফিসের মাধ্যমে  এসব তথ্য জানিয়েছে।

তথ্যবিবরণী নম্বর: ৩৫৩৬