News update
  • Govt reaffirms commitment to distribute school books by Jan     |     
  • Dhaka’s air turns ‘unhealthy’ on Sunday morning     |     
  • BD’s leather sector stuck at $1bn; could tap $5bn: Experts      |     
  • RU suspends ward quota reinstatement amid student protests     |     
  • Airports across Europe face disruptions due to cyberattack     |     

বাংলাদেশের জন্য গোলাবারুদ বহনকারী ইউক্রেনের কার্গো বিমান গ্রীসে বিধ্বস্ত

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2022-07-18, 9:03am

গ্রীসের উত্তরাঞ্চলের কাভালা শহর থেকে কয়েক মাইল দূরে বিমান দুর্ঘটনাস্থলে আগুন দেখা যাচ্ছে, ১৬ জুলাই ২০২২।



সার্বিয়া থেকে বাংলাদেশে ১১ টন গোলাবারুদ বহন করে নিয়ে যাওয়ার সময়ে ইউক্রেনের একটি কার্গো বিমান গ্রীসের উত্তরাঞ্চলে ভূপাতিত হয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঐ গোলাবারুদ ক্রয় করেছিল।

কর্মকর্তারা জানান, শনিবার রাতে কাভালা শহরের কাছে বিমানটি ভূপাতিত হলে বিমানের আট ইউক্রেনীয় ক্রুর সকলেই নিহত হন।

বিমানটির পাইলট গ্রীসের বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিলেন। কিন্তু এমন অনুরোধের কিছুক্ষণের মধ্যেই বিমানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদনে বলা হয়, বিমানটি জর্ডানের উদ্দেশ্যে যাত্রা করছিল। তবে রয়টার্স জানিয়েছে যে, বিমানটি জর্ডানের কুইন আলিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে শুধুমাত্র তেল নিতে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূপাতিত হওয়ার আগে বিমানটিতে আগুন ধরে গিয়েছিল।

দুর্ঘটনাস্থলের আশেপাশে বসবাসকারী মানুষজনকে বাসায় থাকতে পরামর্শ দেয়া হয়েছে এবং তাদের বাসার দরজা ও জানালা বন্ধ রাখতে বলা হয়েছে।

এক কর্মকর্তা বলেন যে, দমকলকর্মীরা “তাদের ঠোঁট পুড়ে যাওয়া অনুভব করেন।”

দমকল বাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, “আমরা জানি না যে কি আমাদের উপর প্রভাব ফেলছে।” তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।