News update
  • 3 killed, 10 injured in Pabna Bus-truck collision     |     
  • UN Chief Appalled as Gaza Crisis Deepens, Aid Blocked     |     
  • Dhaka’s air quality ‘moderate’ also on Friday morning     |     
  • Russia 1st country to recognize Taliban rule in Afghanistan     |     
  • New report seeks reforms for free, pluralistic media in BD     |     

তুরস্কের রাষ্ট্রদূতের জাতীয় প্রেস ক্লাব পরিদর্শন

খবর 2022-07-21, 9:49pm

the-ambassador-ot-turkey-in-bangladesh-on-thursday-visited-the-national-press-club-cbf71a827e8eca7286fb9c16941f38bc1658418574.jpg

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান আজ জাতীয় প্রেস ক্লাব পরিদর্শন করেন।



বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান আজ জাতীয় প্রেস ক্লাব পরিদর্শন করেন। প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিনের আমন্ত্রণে তিনি এ পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে তিনি ক্লাবের ব্যবস্থাপনা কমিটি ও সিনিয়র সদস্যদের সঙ্গে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে তার সরকারের জোর প্রচেষ্টা সম্পর্কে বিস্তারিত জানান।  

রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান ক্লাব প্রাঙ্গণে পৌঁছলে তাঁকে স্বাগত জানান প্রেস ক্লাবের আন্তর্জাতিক লিয়াঁজো উপ-কমিটির আহ্বায়ক আইয়ুব ভূঁইয়া। রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। আলোচনায় অংশ নেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি হাসান হাফিজ,  সাধারণ সম্পাদক ইলিয়াস খান, যুগ্ম সম্পাদক মাঈনুল আলম ও মোঃ আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, শাহনাজ সিদ্দিকী সোমা, বখতিয়ার রাণা, রহমান মুস্তাফিজ, শাহনাজ বেগম পলি ও ভানু রঞ্জন চক্রবর্তী। এ ছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, দ্যা সান পত্রিকার সম্পাদক এনামুল হক চৌধুরী, দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক শফিকুল করিম সাবু এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদলও আলোচনায় অংশ নেন। - প্রেস বিজ্ঞপ্তি