News update
  • Climate Change Drives Deadly Floods, Storms, and Water Crises     |     
  • UN Advances Peace, Development Amid Global Challenges     |     
  • S Arabia, Pak ink defence pact after Israeli strike on Qatar     |     
  • No new committee forming, focus on polls candidates: Tarique     |     
  • Dhaka-Beijing partnership to advance peace, prosperity: Yunus     |     

বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশ সীমান্ত অতিক্রম করায় আটক ১৩

ঝিনাইদহ প্রতিনিধি খবর 2022-11-08, 12:37am




বিনা পাসপোর্টে ভারত থেকে বাংলাদেশ সীমান্ত অতিক্রমকরায়  ১৩ জনকে আটক করা হয়েছে । আজ ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাদের আটক করে ৫৮ বিজিবি ।

আটককৃতরা হলো- বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার মোঃ রিদয় ফকির (১৯), নড়াইল কালিয়া উপজেলার  মোঃ সামির শেখ (৩৫), হেনা শেখ (৩০), অলীমুল (০৪), রহমতইল্লাহ (০২), যশোরের অভয়নগর গ্রামের আরিফুল ইসলাম (২২), সুমি গাজী (২৩), জান্নাতুল ফারিয়া (০১), সজীব খান (২৩), মাসুমা (১৭),  খুলনা ফুলতলার কুলছুম (১৯), ফেরদাউস (০৫), আরমান শেখ (০২) ।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর উপজেলার মাটিলা বিওপির সীমান্ত পিলার-৫২/২২ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১৩ জনকে আটক করা হয়। সকলেই ভারত হতে বাংলাদেশে আসার সময় তাদের আটক করা হয়।

তিনি আরো জানান, আটককৃতদের অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।