News update
  • UNRWA Situation Report #163 on Crisis in Gaza and West Bank     |     
  • Israeli Airstrike Kills 9 in Gaza Amid Ceasefire Disputes     |     
  • Reject bigotry, discrimination, combat Islamophobia: UN chief     |     
  • New risks loom for global trade, warns UN body     |     

জঙ্গি সংগঠনের সামরিক শাখার প্রধানকে গ্রেপ্তারের পর র‌্যাব যা জানালেন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-01-23, 2:29pm

resize-350x230x0x0-image-208591-1674457605-1-dd24ef8a11926a640588e35d0c64e88c1674462544.jpg




কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গুলি বিনিময়ের পর নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার’ সামরিক শাখার প্রধান রনবীরসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২৩ জানুয়ারি) ভোরে কুতুপালং সাত নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘এ’ ব্লক এলাকায় সকাল ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় দেশি ও বিদেশি তিনটি অস্ত্র, গোলাবারুদ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক শাখার প্রধান ও শুরা সদস্য মাসিকুর রহমান মাসুদ ওরফে রনবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ আবু বাশার।

ঘটনাস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানান, র‌্যাবের ধারাবাহিক অভিযানে গোয়েন্দা তথ্য ছিল ওই সামরিক শাখার প্রধান রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপনে রয়েছেন। পরে এ তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে কুতুপালং সাত নম্বর ক্যাম্পের ‘এ’ ব্লকে অভিযান শুরু করা হয়। অভিযানে র‌্যাবের অবস্থান টের পেরে জঙ্গিরা পাশের পাহাড়ে চলে যান। এ সময় র‌্যাব ওখানে অভিযান শুরু করলে সশস্ত্র লোকজন র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।

আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দাকার আল মঈন জানান, সোমবার সকালে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তিনটি অস্ত্র ছাড়াও অভিযানে তিনটি ম্যাগজিন, ১১২ রাউন্ড গুলি ও নগদ আড়াই লাখের বেশি টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, মাসিকুর রহমান মাসুদ ওরফে রনবীরের নেতৃত্বে তরুণদের জঙ্গিবাদে জড়িয়ে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে আসছিল। এর ভিত্তিতে পার্বত্য এলাকাও অভিযান হয়েছে। এ পর্যন্ত এ সংগঠনটির ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।