News update
  • Tarique Rahman returns home amid rapturous reception     |     
  • Home After 17 Years: Tarique Returns to Gulshan Residence     |     
  • Tarique Calls for United Effort to Build a Safe Bangladesh     |     
  • Tarique leaves for 300 feet area from airport     |     
  • BNP top leaders welcome Tarique Rahman on homecoming     |     

উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-03-08, 12:35pm

resize-350x230x0x0-image-214972-1678256335-d932fce371f8f469b10df448bec1ca431678257316.jpg




কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে এক রোহিঙ্গা নেতা (হেড মাঝি) নিহত হয়েছেন।

বুধবার (৮ মার্চ) দুপুরে ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন উর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে উখিয়া কুতুপালং ক্যাম্প-২ ইস্টে এ ঘটনা ঘটে।

নিহত রোহিঙ্গা নেতার নাম সৈয়দ হোসেন ওরফে কালা বদ্দা। তিনি উখিয়ার কুতুপালং-২ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ক্যাম্পের এক বাসিন্দা বলেন, হেড মাঝি ক্যাম্পে আরসার বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিল। সে কারণে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ক্যাম্পে সন্ত্রাসী গ্রুপ আবারও সক্রিয় হয়েছে। ফলে ক্যাম্পগুলোতে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। এ নিয়ে ক্যাম্পের লোকজন ভয়-ভীতির মধ্যে রয়েছেন।

সৈয়দ হারুন উর রশিদ বলেন, হোসেন সকালে ঘর থেকে বের হলে আরসা নামধারী একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। পরে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের অভিযান চলছে। তথ্য সূত্র আরটিভি নিউজ।