News update
  • Khaleda back home from hospital     |     
  • Miton of Child, Old Age Care made fake death certificates     |     
  • Debt rescheduling cycle fuels inflation: Dr Farashuddin     |     
  • Births, marriages hit lowest level since 2013 in Germany     |     

‘বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১০ জ‌নের কেউই শঙ্কামুক্ত নয়’

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-03-08, 2:59pm

resize-350x230x0x0-image-214996-1678264486-9bb3fb5c143e959e1ae374ddb7d39de21678265963.jpg




শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেছেন, আমাদের এখানে চি‌কিৎসাধীন ১০ জ‌নের কেউই শঙ্কামুক্ত নয়।

বুধবার (৮ মার্চ) বার্ন ইনস্টিটিউটে সাংবা‌দিক‌দের তিনি এ কথা বলেন।

ডা. সামন্ত লাল সেন ব‌লেন, চি‌কিৎসাধীন ১০ জ‌নের ম‌ধ্যে কেউই শঙ্কামুক্ত নয় বলছি, কারণ কারো শরীরের ৮০ ভাগ, কারো ৯০ ভাগ; কারো ৫০ ভাগ দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালী পু‌ড়ে গে‌ছে। এ জন্য আমরা কাউকেই শঙ্কামুক্ত বল‌তে পারব না।

তিনি বলেন, গতকালের দুর্ঘটনায় আমা‌দের এখা‌নে ১১ জন রোগী ছিল, তার ম‌ধ্যে একজনের বার্ন না থাকায় ঢাকা মে‌ডি‌কে‌লে ট্রান্সফার করা হ‌য়ে‌ছে। আর যে ১০ জন আছে তার ম‌ধ্যে তিনজন আইসিইউতে, দুইজন লাইফ সা‌পো‌র্টে আছে। আর বা‌কিরা আছেন এস‌ডিইউ‌তে। তথ্য সূত্র আরটিভি নিউজ।