News update
  • 214 model mosques to be built at Upazila level: Adviser     |     
  • Stock markets see record turnover despite index fall     |     
  • Clashes at Kuet over banning student politics; BGB deployed     |     
  • 3 top Chinese hospitals marked to receive BD patients: Envoy     |     
  • India’s unneighbourly water policy, unequal deals decried     |     

রাবির পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-03-12, 7:25am

resize-350x230x0x0-image-215467-1678560796-fdbfb8f914eda87a8de6bbfa5624ee141678584308.jpg




রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাত প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা বিশ্ববিদ্যালয়ে বিনোদপুর ফটক এলাকায় অবস্থান নিয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে।

বিনোদপুর বাজারের বেশ কিছু দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অগ্নিসংযোগ করা হয় বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর ফটকের পুলিশ বক্সেও।

রাজশাহী বিজিবি-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমদ সংবাদমাধ্যমকে বলেন, সাত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিনোদপুর বাজার এলাকায় তারা দায়িত্ব পালন করছেন। পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সংঘর্ষের কারণে রোববার ও সোমবার ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন। তথ্য সূত্র আরটিভি নিউজ।