News update
  • “Govt to enhance eco-tech in rice cultivation to cut gas emission”     |     
  • Gazans on tenterhooks awaiting news of ceasefire call     |     
  • Flash flood alerts issued for northeastern districts      |     
  • A free press is not a choice, but a necessity: Guterres      |     

মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ : তদন্ত কমি‌টি গঠন

গ্রীণওয়াচ ডেস্ক খবর 2023-03-23, 7:40am

resize-350x230x0x0-image-216901-1679509718-16889f936de5d1a5cfebc30aa89446161679535622.jpg




রাজধানীর মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ১১টায় রেলের সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তদন্ত কমিটির আহ্বায়ক রেলের সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল ইসলাম। এছাড়া অন্যরা হলেন সহকারী প্রকৌশলী (ঢাকা) এ কে আনোয়ার হোসেন, সহকারী (সংকেত) প্রকৌশলী ঢাকা-১ আশিকুর রহমান, সহকারী কমান্ড ফিরোজ আলম ও সহকারী মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ এজহারুল ইসলাম।

উল্লেখ্য, রাত সোয়া ৯টার দিকে রাজধানীর মালিবাগ রেলগেটে আন্তনগর ট্রেন দ্রুতযান এক্সপ্রেস দূরপাল্লার সোহাগ পরিবহনের বাসে ধাক্কা দেয়। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তথ্য সূত্র আরটিভি নিউজ।